কলকাতা: বাড়ি থেকে বেরনোর সময়, পথেঘাটে। কখনও বেখেয়ালে কোনও জায়গায় পকেট থেকে টাকা-পয়সা পড়ে যায়? বাস্তুশাস্ত্রে নাকি বলা হয় এমনটা হতে থাকলে তা আসলে সৌভাগ্য আসার ইঙ্গিত। এই সময়ে নাকি যাবতীয় সমস্যার সমাধান হতে শুরু করে। কোথাও আটকে থাকা টাকা, হারিয়ে যাওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 


বাড়ি থেকে বেরনোর সময় মাঝেমধ্য়েই এমনটা ঘটে থাকে আমাদের সঙ্গে। যা আমাদের জীবনে প্রভাব ফেলে। আমরা অনেকসময়েই এইগুলো উপেক্ষা করি। কিন্তু এমন ঘটনার প্রভাব পড়ে আমাদের উপরে।


বাড়ি থেকে বেরনোর সময় জামার পকেট থেকে অথবা প্যান্টের পকেট থেকে যদি নোট বা কয়েন পড়ে যায় তাহলে সেটা নাকি ভাল লক্ষ্ণণ। সৌভাগ্য উঁকি দিতে পারে। মনের মতো কাজ হতে পারে। 


এরকম যদি আপনার সঙ্গে হয়, তাহলে নিশ্চিত থাকতে পারেন যে টাকা আসবে আপনার হাতে। কোনও না কোনও উৎস থেকে অর্থের আগমন হবে। যদি আপনি কাউকে টাকা দেওয়ার সময় আপনার হাত থেকে ওই টাকা পড়ে যায়, তাহলে সেটাও ভাল লক্ষ্ণণ বলেই ধরা হবে। হয় হঠাৎ কোনও জায়গা থেকে টাকা আসবে হাতে অথবা দীর্ঘদিন ধরে বকেয়া থাকা কোনও অর্থ মিলতে পারে।


কিন্তু এটা মনে রাখতে হবে এরকম হাত থেকে বা পকেট থেকে পড়ে যাওয়ার ঘটনা আচমকাই হতে হবে। ইচ্ছাকৃতভাবে হাত থেকে টাকা ফেললে তাতে কোনও ফল মিলবে না। এভাবে হাত থেকে নোট বা কয়েন পিছলে গেলে আরও একটি সম্ভাবনার কথা বলেন বাস্তুশাস্ত্রে বিশেষজ্ঞরা। আর্থিক পরিস্থিতিতে পরিবর্তন আসে চলেছে এমনটাই বলেন তাঁরা। 


আমাদের এগুলো উপেক্ষা করা উচিত নয়। কারণ কেউ জানে না কখন ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এভাবে হাত থেকে টাকা পড়ে গেলে কী করতে হবে?


যদি সকালে বাড়ি থেকে বেরনোর সময় এমন হয়, তাহলে সেই টাকা তুলে সাবদানে কোনও আলমারিতে রেখে দিতে হবে। রাস্তায় কোথাও হলে বাকি সময়টার জন্য পকেটে সাবধানের রেখে দিতে পারেন সেই নোট বা কয়েন।


উপেক্ষা করলে বিপদ:
যদি খুব সামান্য অর্থ হয়ে থাকে। যদি সেটাকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। গুরুত্ব না দিয়ে ফেলে রেখেই চলে গেলে তা অর্থক্ষতি ডেকে আনতে পারে। ফলে এভাবে টাকা পড়লে তা অবশ্যই তুলে নিজের কাছে গচ্ছিত রাখবেন।


ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।