Viral Video Saliva Facial At UP: একটুখানি আরামের জন্য স্যালোঁতে গিয়েছিলেন মাসাজ নিতে। অনেকেই যেমনটা করে থাকেন চুল কাটানোর পর। কিন্তু সেই মালিশ নিতে গিয়ে চরম খারাপ পরিস্থিতিতে পড়তে হল ওই গ্রাহককে। কারণটা আর কিছুই নয়। মালিশ করতে গিয়ে নিজের বিশেষ ‘স্টান্ট’ দেখালেন ওই স্যালোঁর কর্মচারী। হাতের মধ্যে থুক করে একটু থুতু নিয়ে অবলীলায় ক্রেতার মুখে মাখিয়ে দেন কর্মচারীটি। পরে ওই দিয়েই মালিশ করতে থাকেন। 


থানায় অভিযোগ দায়ের


প্রাথমিকভাবে ঘটনার আকস্মিকতায় চমকে উঠেছিলেন ওই ব্যক্তি। চূড়ান্ত অভব্য আচরণের জবাব কী দেবেন বুঝতে পারেননি। পরে সোজা থানায় গিয়ে ওই কর্মচারীর নামে অভিযোগ দায়ের করেন। সম্প্রতি এই স্যালোঁর একটি সিসিটভি ফুটেজ প্রকাশ্যে আসে। তাতেই দেখা গিয়েছে স্যালোঁর কর্মচারীর ‘স্পেশাল’ মাসাজের কায়দা !


গ্রেফতার কর্মচারী


লখনউয়ের পৃথ্বীরাজপুরমের ওই স্যালোঁতে গত ১১ জুন চুল কাটাতে পন্ডিত আশিষ কুমার। পেশায় তিনি এক ক্যান্টিনের কর্মচারী। ভারতীয় দন্ডবিধির ২৯৫এ ও ২৬৯ ধারায় মামলা দায়ের করেন আশিষ। তাঁর অভিযোগের ভিত্তিতেই গত রবিবার ওই কর্মচারীকে গ্রেফতার করা হয়। দক্ষিণ লখনউয়ের অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ শশাঙ্ক সিং বলেন, উন্নাওয়ের বাসিন্দা পণ্ডিত আশিষ কুমার ১১ জুনের ওই ঘটনার পরেই এসে থানায় অভিযোগ জানান। এর পরেই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। এডিসিপি শশাঙ্ক সিংয়ের কথায়, রবিবারই পুলিশ মোদ জেইদ নামের ওই ২২ বছরের যুবককে হেফাজতে নেয়। বর্তমানে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।


‘থুকওয়ালি মাসাজ’-এর ভিডিয়ো ভাইরাল


‘থুকওয়ালি মাসাজ’ অর্থাৎ থুতু দিয়ে ওই মাসাজের ভিডিয়ো বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল। নেটিজেনদের কেউ কেউ ঘেন্নায় মুখ ফিরিয়েছেন। কেউ আবার মশকরা বলেছেন, এই কর্মচারীর মাসাজের জগতে বিপ্লব এনে দিয়েছেন! 


এর আগেও ঘটেছে এমন ঘটনা


তবে এই ঘটনা যে এই প্রথম ঘটছে তাও নয়। এই ঘটনার এক সপ্তাহ আগে আমজাদ নামে এক ব্য়ক্তির ভিডিয়ো ভাইরাল হয়।তাকেও দেখা গিয়েছে একই কাণ্ড করতে। এক্ষেত্রে ক্যামেরা ছিল সামনের দিকে। হাতের মধ্যে থুতু নিয়ে আমজাদ নামের ওই কর্মচারী মাসাজ করেন। উত্তরপ্রদেশের শামলির ঘটনা। দ্রুতগতিতে ভাইরাল হয় সেই ভিডিয়ো। পরে তাঁকেও অবশ্য গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়।


আরও পড়ুন - High Cholesterol Signs: অল্প বয়সেও কোলেস্টেরল মাত্রা ছাড়াতে পারে ! এই লক্ষণগুলি এড়িয়ে গেলেই বিপদ


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।