অনেকেই আমরা আমাদের গুরুজনদের মুখে বলতে শুনি যে মাথায় যেন কিছুতেই চোট না লাগে, সবসময় মাথাকে বাঁচিয়ে রাখতে হবে। মাথায় চোট লাগলে কখনই ভাল হয় না, ভবিষ্যতে তা জটিলতা বাড়াতে পারে। সম্প্রতি একটি গবেষণার রিপোর্টে যা জানা গিয়েছে তাতে এই কথাগুলির সত্যতা প্রমাণ হয়ে গিয়েছে। এই গবেষণায় বলা হয়েছে মাঝারি থেকে গুরুতর মাথায় আঘাত আগামীতে অজান্তেই বাড়াতে পারে ব্রেন ক্যানসারের (Brain Cancer) ঝুঁকি।
সাম্প্রতিক এই সমীক্ষায় ৭৫ হাজার জনেরও বেশি মানুষকে পরীক্ষা করে দেখা গিয়েছে যাদের মধ্যে ট্রমাটিক ব্রেন ইনজুরি (Brain Cancer) রয়েছে, তাদের মধ্যে ম্যালিগন্যান্ট ব্রেন টিউমর হওয়ার সম্ভাবনা প্রবল। তুলনায় যাদের মাথায় সেভাবে কোনও চোট লাগেনি, তারা অনেক বেশি নিরাপদ অবস্থানে রয়েছেন। ফলে এই সমীক্ষা ট্রমাটিক ব্রেন ইনজুরির সঙ্গে ব্রেন ক্যানসারের সম্পর্ককে তুলে ধরেছে। সংযোগমূলক ক্রীড়া, পড়ে যাওয়া, দুর্ঘটনার কারণে মাথায় চোট খুবই সাধারণ। এতে আতঙ্কিত হওয়ার মত ব্যাপার নয়, তবে চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে এই ঘটনা সচেতনতা বৃদ্ধি করবে এবং নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তাকে বাড়িয়ে তুলবে।
২০০০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে ৭৫ হাজারেরও বেশি মানুষের স্বাস্থ্যের তথ্য ও পরিসংখ্যানের উপরে সমীক্ষা চালানো হয়েছে সম্প্রতি। যে সমস্ত ব্যক্তি স্বল্প, মাঝারি থেকে মারাত্মক মস্তিষ্কে আঘাত (Brain Cancer) পেয়েছেন কখনও তাদের উপরেই এই সমীক্ষা চালানো হয়েছে। আর এই সমীক্ষার ফলাফল হিসেবে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ করেছেন বিশেষজ্ঞরা। মাঝারি থেকে গুরুতর ট্রমাটিক ব্রেন ইনজুরি রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে ০.৬ শতাংশের ক্ষেত্রে মাথায় চোট লাগার ৩ থেকে ৫ বছরের মধ্যে ম্যালিগন্যান্ট ব্রেন টিউমরের লক্ষণ দেখা গিয়েছে। তবে মাঝারি চোটের ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকি প্রায় নেই বললেই চলে। আর যাদের কোনও চোট লাগেনি তাদের ক্ষেত্রে ব্রেন ক্যানসারের ঝুঁকি খুবই কম।
এর আগে ২০২৪ সালে ২ মিলিয়ন মার্কিন চাকরিজীবীদের উপরে পরীক্ষা করে দেখা গিয়েছিল যে মাঝারি থেকে গুরুতর মাথার চোট ক্যানসারের ঝুঁকি দ্বিগুণ করে দেয়। তবে এই কারণে হওয়া ক্যানসারের ঘটনা এখনও পরিসংখ্যানের দিক থেকে খুবই কম। শুধু যে বয়স্কদের উপরে এই পরীক্ষা হয়েছে বা একটিমাত্র হাসপাতালকে কেন্দ্র করে এই পরীক্ষা হয়েছে তা নয়, আফগানিস্তানে অন্য আরেকটি সমীক্ষায় দেখা গিয়েছে মাথায় চোট পাওয়া ব্যক্তিদের মধ্যে ব্রেন ক্যানসার হওয়ার ঝুঁকি ২.৬ গুণ বেড়ে গিয়েছে। ব্রাজিলের রিও-ডি-জেনিরোতেও এমনই একটি সমীক্ষা হয়েছে যেখানে দেখা গিয়েছে মাথায় চোট ব্রেন ক্যানসারের ঝুঁকি ১.৪৯ গুণ বাড়িয়ে তোলে। এমনকী এও দেখা গিয়েছে ১৫ থেকে ২৪ বছর আগের কোনও মাথার চোটের কারণেও ব্রেন ক্যানসারের ঝুঁকি বেড়ে গিয়েছে ৫.৪ গুণ।