চণ্ডীগড়: দিনে-দুপুরে একেবারে রুদ্ধশ্বাস ঘটনা। ধর্ষণে অভিযুক্ত বিধায়ক পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলেন। শুধু হাত ছাড়িয়ে পালানো নয়, পুলিশ দেখে গুলি করতে করতে পালালেন তিনি। অভিযুক্ত বিধায়ক এবং তাঁর সহযোগীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। একটি স্কর্পিও এবং একটি ফরচুনার গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ। (Harmeet Singh)
পঞ্জাবের সানৌরের বিধায়ক হরমীত পাঠানমাজরা। তিনি আম আদমি পার্টির নির্বাচিত সদস্য। ধর্ষণের একটি মামলায় মঙ্গলবার সকালই গ্রেফতার করা হয়েছিল তাঁকে। স্থানীয় থানায় নিয়ে যাওয়ার পথে হরমীতের সহযোগীরা পুলিশকে দেখে গুলি ছুড়তে শুরু করে। হরমীত নিজেও পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এক পুলিশকর্মী বাধা দিতে গেলে, তাঁকে চাপা দিয়ে বেরিয়ে যায় দু’টি SUV গাড়ি। (AAP MLA Harmeet Singh)
ফরচুনার গাড়িটির গতিবিধি পুলিশের রেডারে ধরা পড়লেও, বিধায়ক হরমীতের কোনও খোঁজ নেই। স্কর্পিও গাড়িটির কোনও খোঁজ নেই। পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানা গিয়েছে।
হরমীতের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, অপরাধমূলক ভীতি প্রদর্শনের মামলা রয়েছে। সম্প্রতি এক মহিলা তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। জানান, বিবাহবিচ্ছিন্ন বলে নিজের পরিচয় দেন হরমীত। দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তাঁর কাছ থেকে যৌন সুবিধা ভোগ করেন বিধায়ক। তাঁকে হুমকি দেওয়া হয়, নোংরা মেসেজও পাঠাতে শুরু করেন।
এফআইআর-এ বলা হয়েছে, ৪৫ বছর বয়সি ওই মহিলা বিবাহবিচ্ছিন্না। এক কন্যা বিদেশে থাকেন. হরমীতের সঙ্গে তাঁর সম্পর্ক হয় ২০১৩ সালে। ২০২১ সাে লুধিয়ানার গুরুদ্বারে বিবাহবন্ধনেও আবদ্ধ হন তাঁরা। কিন্তু ২০২২ সালে সানৌর থেকে যখন প্রার্ধী হন গুরমীত, নির্বাচনী হলফনামায় প্রথম স্ত্রীর নামই লেখেন। সেই নিয়ে অশান্তি শুরু হয় দু’জনের মধ্যে। হরমীতকে বিবাহবিচ্ছেদের জন্য় পীড়াপীড়ি শুরু করেন ওই মহিলা।
হরমীত বেশ কিছু দিন ধরেই খবরে। পঞ্জাবে বন্যা সামাল দেওয়া নিয়ে রাজ্যে নিজের সরকারেরই সমালোচনা করেন তিনি। এফআইআর দায়ের হওয়ার পর মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মানকেও তীব্র আক্রমণ করেন। বেআইনি ভাবে দিল্লির AAP নেতৃত্ব পঞ্জাবে সরকার চালাচ্ছেন বলে দাবি করেন ফেসবুক লাইভে। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন হরমীত। জানান, যত খুশি এফআইআর হোক না কেন, তিনি চুপ থাকবেন না।
হরমীত দাবি করেন, দলের সমালোচনা করায় তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এভাবে তাঁকে ভয় দেখানো যাবে না বলে জানিয়ে দেন। আর তার পরই এই ঘটনা।