মুম্বই: সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে ম্যাচ ও সিরিজ পকেটে পুরল ভারত। শুধু তাই নয়, এই জয়ের সঙ্গে সঙ্গে আইসিসি মেনস টেস্ট টিম র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল ভারত। চতুর্থ দিন ম্যাচ শুরুর এক ঘণ্টা যেতে না যেতে ১৬৭ রানে কিউয়িদের গুটিয়ে ম্যাচ ও সিরিজ মুঠোয় পুরল বিরাট-বাহিনী। ভারতের এই জয়ের পর শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটমহল।  


শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর, টুইটে কিংবদন্তী ক্রিকেটার লিখেছেন, "অসাধারণ জয় টিম ইন্ডিয়ার জন্য। অভিনন্দন। অবশ্যই একটি স্পেশাল টেস্ট ম্যাচ। যেখানে ৪ ইনিংসে সব কটি উইকেট নিতে পেরেছে ভারত। 


এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত। এবার টেস্টেও শেষ হাসি হাসল ভারত। তিন ম্যাচের টি-২০ সিরিজে কানপুরের প্রথম টেস্টে ম্যাচ ড্র করেছিল ভারত। জয়ন্ত যাদবের দুর্দান্ত স্পেলে এদিন কার্যত বশ্যতা স্বীকার করে নিল নিউজিল্যান্ড। 


মনোজ তিওয়ারি লেখেন, "বিশাল জয়। ম্যাগনিফিকেন্ট ৩৭২ রানে জয় ব্ল্যাক ক্যাপদের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় জয়ের মধ্যে অন্যতম। অল রাউন্ড শো। স্পিনাররা দারুণ খেলেছে।


 







এই জয়ের নেপথ্যে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। ম্যাচ ও সিরিজ জিতে উচ্ছ্বসিত তিনিও। অশ্বিন বলেন, "বিশ্বচ্যাম্পদের বিপক্ষে সিরিজ জয়! ওয়াংখেড়েতে সবসময় টেস্ট জিততে দারুণ লাগে। ময়ঙ্ক আগরওয়ালের একটি দুর্দান্ত ইনিংস এবং আজাজ প্যাটেলের দুর্দান্ত বোলিং পারফরম্যান্স। দর্শক, অনুরাগীদের সমর্থনের জন্য বিশেষ ধন্যবাদ।"


 







এই ম্যাচে স্পিনাররা সুযোগ পেয়েছে অনেক বেশি, একথা স্বীকার করেছে ক্রিকমহল। অশ্বিনদের শুভেচ্ছা জানিয়েছেন আরেক স্পিনার প্রজ্ঞান ওঝা। তিনি লেখেন, "অভিনন্দন টিম ইন্ডিয়া। আধিপত্য অব্যাহত রাখার ক্ষমতা দেখে দুর্দান্ত লাগছে।"