World Breastfeeding Week  বা বিশ্ব স্তন্যপান সপ্তাহ বা WBW প্রতি বছর 1 থেকে 7 আগস্ট পালিত হয়। এই সপ্তাহের লক্ষ্য শিশু স্তনপান ও মায়েদের স্তনদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। বিশ্ব স্তন্যপান সপ্তাহ মূলত বিশ্বব্যাপী প্রচারাভিযান চালানোর জন্য একটি নির্দিষ্ট সময়, যার লক্ষ্য হল বুকের দুধ খাওয়ানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি , অন্যান্য সামাজিক ও শারীরবৃত্তীয় সমস্যাগুলির উপরে নজর দেওয়া। 


ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্টফিডিং অ্যাকশন (WABA) দ্বারা আয়োজিত, বিশ্ব স্তন্যপান সপ্তাহ ১২০ টিরও বেশি দেশে পালিত হয়। 


বিশ্ব স্তন্যপান সপ্তাহের থিম


বিশ্ব স্তন্যপান সপ্তাহের এবারের থিম হল  'Step Up For Breastfeeding: Educate and Support'.


আমাদের দেশে Breastfeedingসপ্তাহ কেন পালন হয়


মায়ের দুধ যেন সব শিশুরা পর্যাপ্ত পরিমানে পায়, সেই মিশন নিয়েই এই সপ্তাহ পালন। মা ও সন্তানের শারীরিক সুস্থতা অনেকটাই নির্ভর করে মাতৃদুগ্ধ দান ও পানের উপর।  শুধু তাই নয়, দুজনের ইমোশনাল বন্ডিংও অনেক ক্ষেত্রে এর উপর নির্ভরশীল। বিষয়টির গুরুত্ব অনেকেই বোঝেন না, কিংবা শারীরিক সমস্যার ফলে নির্দিষ্ট সময়ের আগেই মা সন্তানকে ব্রেস্টফিড করানো বন্ধ করে দেন। এতে যেমন আছে কিছু ব্যক্তিগত সমস্যা, তেমন কিছু পারিপার্শ্বিক সমস্যাও। সেই বাধাগুলি কাটিয়ে ফেলার বার্তাই দেওয়া হচ্ছে এই বিশেষ সপ্তাহে। ভারতের মতো দেশে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সচেতনতা তেমনভাবে গড়ে ওঠেনি। জানাচ্ছেন,  শিশুরোগ বিশেষজ্ঞ ডা. অগ্নিমিতা গিরি সরকার।



জন্মের পর ৬ টি মাস শিশুকে মায়ের দুধ ছাড়া কিচ্ছুটি না
সন্তান জন্মের পর থেকেই স্তনদুগ্ধ পান করানো প্রয়োজন। জন্মের পর ৬ টি মাস শিশুকে মায়ের দুধ ছাড়া কিচ্ছুটি না খাওয়ানোরও পরামর্শ দেন চিকিৎসকরা। তবে অনেকক্ষেত্রেই দেখা যায়, মা স্তন দান করতে নানারকম সমস্যায় পড়লেন। কিন্তু কিছুটা সঙ্কোচেই সেই সব সমস্যা সামনে আনেন না মায়েরা। বাচ্চার পেট ভরাতে খাওয়াতে শুরু করে দেন ফর্মুলা মিল্ক। কিন্তু এর ফলে বাচ্চা তাঁর প্রয়োজনীয় পুষ্টি ও প্রতিরোধ ক্ষমতা পাওয়া থেকে বঞ্চিত হয়। কিন্তু ইদানিং কালে শহরে তৈরি হয়েছে ব্রেস্টফিডিং ক্লিনিক । যেখানে নানা সমস্যা নিয়ে মায়েদের গাইড করেন চিকিৎসকরা। জানালেন,  শিশুরোগ বিশেষজ্ঞ অগ্নিমিতা গিরি।


প্রেগন্যান্সির থার্ড ট্রাইমেস্টারে ল্যাকটেশন এক্সপার্টের পরামর্শ নেওয়া প্রয়োজন









নিপলস-এ  ক্ষত তৈরি হলেও থামানো যাবে না ফিডিং 


স্তন বৃন্ত ছড়ে যাওয়া, ব্যথা হওয়া, পর্যাপ্ত পরিমাণে দুধ না আসার সমস্যাগুলি শুরুতেই সমাধান করতে হবে। কিন্তু নিপল ক্ষতিগ্রস্ত হলেও নিপল শিল্ড ব্যবহার করে ব্রেস্ট ফিডিং চালু রাখতে হবে। নিপলের ক্ষত সারাতে বিশেষ অয়েনমেন্ট ব্যবহার করা যেতে পারে। এতে সন্তানের ক্ষতিও হয় না।