কলকাতা : রাষ্ট্রসংঘ বছরে ৩৬৫ দিনের মধ্যে অনেকগুলো দিনই বিশেষ বিশেষ দিন হিসেবে পালন করে। এর অনেকগুলো দিবসই খুব জনপ্রিয়। আবার বেশ কিছু দিবস রয়েছে, যেগুলো মানুষের হয়তো ততটা জানা নেই। রাষ্ট্রসংঘের উদ্দেশ্যও সেরকম। ওই বিশেষ দিনগুলো পালন করে যাতে সেই বিশেষ ইস্যু নিয়ে সামাজিক সচেতনতা তৈরি করা যায়। আজ ২৪ অক্টোবর। তেমনই একটা দিন। আজ রাষ্ট্রসংঘের ক্যালেন্ডার অনুযায়ী ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন ডে (World Development Information Day)। যা শুরু হয়েছে সেই ১৯৭২ সাল থেকে। এমন একটি দিন রাষ্ট্রসংঘ পালন করে, তার পিছনে অনেক যুক্তি রয়েছে। বিশেষ করে যখন সব কিছুরই ডেভেলপমেন্ট বা উন্নতি সম্ভব, তাহলে তথ্যর ক্ষেত্রে নয় কেন! বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে প্রযুক্তির প্রভাব রয়েছে আমাদের জীবনযাত্রায়, তাতে এরকম একটা দিন পালন করে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে বিশ্ব জুড়ে মানুষকে সচেতন করার একটা প্রচেষ্টা মাত্র।


আজকের দিনে এমন মানুষ সত্যিই খুঁজে পাওয়া বিরল যিনি কম্পিউটার, মোবাইল ফোন ব্যবহার করেন না। প্রযুক্তির সাহায্যে আজ আমরা হাতে হাতে স্মার্টফোন আর ঘরে ঘরে কম্পিউটারে মজে রয়েছি। আর এগুলো ব্যবহার করতে গিয়ে তথ্য সংক্রান্ত অনেক কিছুরই চ্যালেঞ্জের সামনে আমাদের পড়তে হয়। এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করে তথ্যের উন্নতি ঘটানোটাই প্রাথমিক উদ্দেশ্য। তাই আজকের এই বিশেষ দিন, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন ডে এত বেশি প্রাসঙ্গিক গোটা বিশ্ববাসীর কাছে।


২০২১-এর এই বিশেষ দিনের থিম হচ্ছে আজকের দিনের তথ্যপ্রযুক্তির উন্নতির জন্য যে যে চ্যালেঞ্জ সামনে এসেছে, তার মোকাবিলা করা। খুব সহজ কথায় প্রযুক্তি আজ এতই উন্নত যে, তাতে তথ্য বিকৃত করা খুব সহজ কাজ। যদি কেউ মনে করে। কিন্তু তথ্য তো বিকৃত করার জিনিস নয়। তাই এই তথ্য বিকৃতির বিরুদ্ধে একসঙ্গে সঙ্ঘবদ্ধ হয়ে লড়তে হবে বিশ্ববাসীকে।