LIVE UPDATES: প্রবেশ ভার্মার বক্তৃতার সময় লোকসভায় ওয়াক আউট বিরোধীদের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Feb 2020 03:47 PM
রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ সূচক প্রস্তাবে বিজেপি সাংসদ প্রবেশ সাহিব সিংহ ভার্মা বক্তৃতার সময় লোকসভায় ওয়াক আউট বিরোধী সাংসদদের। দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এর আগে অনুরাগ ঠাকুরকেও বিরোধীদের বিক্ষোভের মুখে পড়তে হয়।
অশান্তির জেরে স্থগিত হয়ে গেল লোকসভার অধিবেশন, বেলা দেড়টা পর্যন্ত।
রাজ্যসভার অধিবেশন ফের স্থগিত হয়ে গেল বেলা ২টো পর্যন্ত।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় আজ সকাল থেকে উত্তাল হল সংসদ। লোকসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর বলতে উঠলে বিরোধীরা স্লোগান দিতে থাকেন, গোলি মারনা বন্ধ কর। অভিযোগ, দিল্লির এক নির্বাচনী জনসভায় অনুরাগ বলেন, দেশদ্রোহীদের গুলি করে দাও।

বৃহস্পতিবার জামিয়ায় এক যুবকের ছোঁড়া গুলিতে এক পড়ুয়া আহত হন বলে অভিযোগ। শনিবার ঘটে শাহিনবাগে গুলি চালানোর ঘটনা। এর মধ্যে গত রাতে ফের জামিয়ার ৫ নম্বর গেটের সামনে ২ অজ্ঞাতপপরিচয় যুবক একটি গুলি ছুঁড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এ নিয়ে আজ সংসদ বসতেই উভয় কক্ষে হইচই শুরু হয়। লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা বিরোধীদের বলেন, আপনাদের সাংসদে প্রশ্ন করতে পাঠানো হয়েছে, স্লোগান দিতে নয়। কিন্তু গোলি মারনা বন্ধ করো স্লোগান থামেনি তাতে। স্লোগান ওঠে, ভারত বাঁচাও, গণতন্ত্র বাঁচাও।

রাজ্যসভাতেও একইভাবে চলে হইচই। অশান্তির জেরে বেলা বারোটা পর্যন্ত স্থগিত হয়ে যায় অধিবেশন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.