নয়াদিল্লি: আজকাল মানুষ তাঁদের জীবনের বেশিরভাগ সময়টা সোশ্যাল মিডিয়ায় (Social Media) কাটিয়ে ফেলেন। লোকজন দিনে প্রায় ২০০ বার তাঁর ফোন চেক করেন। ফোন এল, নাকি কোনও মেসেজ ঢুকল! সেই সঙ্গে কাউকে না কাউকে স্টক করাও আছে অর্থাৎ কোনও নির্দিষ্ট ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় কী করছে না করছে তার আপডেট নেওয়া। কেউ ব্লক করে দিলেও নতুন অ্যাকাউন্ট তৈরি করে দেখা যে সে কী করছে না করছে। বর্তমান প্রজন্ম তো এই নেশায় ডুবে থাকেনই এবং 'খো গয়ে হম কহাঁ' (Kho Gaye Hum Kahan Review) ছবিতে তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।


ছবির গল্প:


এই ছবি তিন বন্ধুর গল্প বলে। অনন্যা পাণ্ডে (Ananya Panday), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) ও আদর্শ গৌরব (Adarsh Gourav)। অনন্যা ও সিদ্ধান্ত একই ফ্ল্যাটে শেয়ারে থাকে। কোনও প্রেমের সম্পর্ক নয়, লিভ-ইনও নয়, তারা কেবল বন্ধুই এবং এক ছেলে ও এক মেয়ে বন্ধু হতে পারে। ৯ বছর বয়সে মাকে হারিয়েছে সিদ্ধান্ত। এখন সে নিজের কষ্ট ও মনের ব্যথা 'স্ট্যান্ড আপ কমেডি'র মাধ্যমে কমানোর চেষ্টা করে। ও যখন সবচেয়ে বেশি কষ্টে থাকে তখনই সবচেয়ে বেশি মজা করতে পারে। অনন্যা চাকরি করে, কিন্তু তার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেক আপ হয়ে গেছে। ফলে তার এখন 'ফুল টাইম' কাজ হচ্ছে সেই ছেলেটি সোশ্যাল মিডিয়ায় কী করছে, কার সঙ্গে দেখা করছে এইসব, সারাদিন ধরে দেখা। আদর্শ পেশায় জিম ট্রেনার এবং সে নিজের একটি জিম চেন খুলতে চায়। তিন বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় যে এই জিম চেন খুলবে তারা একসঙ্গে। কিন্তু তারপর কী হয়... কীভাবে সোশ্যাল মিডিয়ার এই দুনিয়া তাদের জীবন বদলে দেয়, তা জানতে 'নেটফ্লিক্স'-এ এই ছবি নিশ্চয়ই দেখতে হবে। আপনিও বুঝতে পারবেন যে নিজের ফোন ও সোশ্যাল মিডিয়ায় সারাদিন কী কী করেন, তার মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল।


অভিনয়


এই ছবিতে নজর কেড়েছেন অনন্যা পাণ্ডে। তাঁর চরিত্রটাই এমন যেমন বর্তমান যুব সমাজ হয়, এবং সেই চরিত্রে তিনি বেশ মানানসই। খুবই সাবলীল মনে হয়েছে তাঁকে। কোথাও তাঁকে দেখে বাড়াবাড়ি মনে হয়নি। সিদ্ধান্ত চতুর্বেদী একজন ভাল অভিনেতা, এবং এই ছবিতেও তিনি তা প্রমাণ করেছেন। 'স্ট্যান্ড আপ' কমিকের চরিত্রেও তিনি বেশ মানানসই। তাঁর স্ট্যান্ড কমেডির দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে এটা বেশ ভাল কেরিয়ার অপশন হতে পারে তাঁর জন্য। দুর্দান্ত অভিনয় করেছেন আদর্শ গৌরব। জিম ট্রেনারের চরিত্রে তিনি বেশ 'ফিট'। বিভিন্ন মুহূর্তে তাঁর অভিব্যক্তি বেশ নজরকাড়া। কল্কি কেঁকলা একেবারে তাঁর নিজের মতো, সাবলীল, অসাধারণ। 


কেমন এই ফিল্মটি?


এই ছবি 'পাঠান', 'জওয়ান', 'অ্যানিম্যাল' বা 'ডাঙ্কি' নয়, এই ছবি এমন গল্প বলে যার মধ্যে দিয়ে আমরা রোজ জীবন কাটাই। এই ছবির নানা মুহূর্তে মনে হবে, 'আরে এমন তো আমিও করি'। আমাদের আশেপাশের অনেকেই এমন করেন। এই ছবি বাস্তবের অনেকটা কাছাকাছি। এখানে কোনও হিরোসুলভ কীর্তি নেই, সবটাই বাস্তব। ছবির নিজস্ব একটি গতি আছে। কোথাও কোনও চমকে দেওয়ার মতো মুহূর্তও যেমন আসে না, তেমন কখনও এমনও মনে হবে না যে এবার শেষ হলেই ভাল। কেবল প্রতি পদে আপনি নিজের সঙ্গে নানা সময় যোগাযোগ খুঁজতে পারেন। এই সোশ্যাল মিডিয়ার দৌড়ে, ইনফ্লুয়েন্সারের দৌড়ে অনেক কিছুই হারিয়ে ফেলি। আমরা অনেক সময়েই অন্যদের মতো করে জীবন যাপন করতে চাই। আমরা ঘুরতে যাই না, সেখানে ছবি তুলে পোস্ট করতে যাই, কন্টেন্ট জোগাড় করতে যাই। আমাদের জন্মদিন বা অ্যানিভার্সারি সবটাই সোশ্যাল মিডিয়ায় ইভেন্ট হয়ে যায়। এই ছবি মূলত এই প্রজন্মের জন্য একটা 'রিয়েলিটি চেক'।


আরও পড়ুন: 'Merry Christmas' Review: টানটান থ্রিলার, অনবদ্য অভিনয়, মন জয় করবে বিজয়-ক্যাটরিনার 'মেরি ক্রিসমাস'


পরিচালনা


অর্জুন বরৈন সিংহ পরিচালনা করেছেন এই ছবির। 'গলি বয়' ছবির সহ-পরিচালক ছিলেন তিনি। 'খো গয়ে হম কহাঁ' তাঁর পরিচালনায় তৈরি প্রথম ছবি। সিনেমার পরতে পরতে মনে হবে যে তিনি তরুণ প্রজন্মকে খুব ভাল করে বোঝেন। সেভাবেই তৈরি করেছেন তিনি এই ছবি। যেমনভাবে এই ধরনের ছবি তৈরি হওয়া উচিত, কোনও হিরোসুলভ আচরণ বা তেমন সংলাপ ছাড়া, হইহট্টোগোল ছাড়া, তেমনই তৈরি হয়েছে। সেই কারণেই আরও এই ছবি আরও মন ছোঁবে। 


সব মিলিয়ে এই ছবি একবার সকলেরই দেখা উচিত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।