নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে 'মেরি ক্রিসমাস' (Merry Christmas Review) যার একটি বিশেষ দৃশ্য দেখে মনে হতে পারে যে ভিকি কৌশল অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। না, ছবিতে তাঁর কোনও ক্যামিও নেই, তাহলে কেন এই কথা? গোটা রিভিউ পড়লে বুঝতে পারবেন। ভাল সিনেমার জন্য বিশাল বাজেট, বড় সেট, দামী পোশাকের যে প্রয়োজন পড়ে না, তা এই ছবি দেখে স্পষ্ট বোঝা যায়। এক রাতের ঘটনা... কোনও বড় সেট নেই... বারবার নায়ক নায়িকার পোশাক বদল নেই, কিন্তু সিনেমাটি দেখে মনে হবে যে একেই বলে থ্রিলার। 


ছবির গল্প


এই ধরনের সিনেমার ক্ষেত্রে তাদের কাহিনিই প্রাণ ফলে তা ফাঁস করে দেওয়া একেবারেই উচিত হবে না। শুধু এটুকুই বলা যাক, ঘটনাটা বড়দিন অর্থাৎ ক্রিসমাসের রাতের। ক্যাটরিনা (Katrina Kaif) তাঁর ছোট্ট মেয়ের সঙ্গে উদযাপন করতে বের হন। বিজয় সেতুপতি (Vijay Sethupathi) ৭ বছর পর ক্রিসমাসের দিন শহরে এসেছেন এবং একাই আনন্দ করতে বের হন। একটা খুন হয়... কাকে খুন করা হয়... কে করে... এরপর গল্পে সঞ্জয় কপূরের প্রবেশ। বিনয় পাঠকও গল্পে ঢোকেন এবং তারপরে কী হয় জানতে প্রেক্ষাগৃহে যেতে হবে। 


সিনেমাটি কেমন?


এককথায় দুর্দান্ত থ্রিলার। প্রথম শটটাই দারুণ। ২টো মিক্সারে কিছু একটা পেষা হচ্ছে। একাধিক মশলা যোগ করা হচ্ছে এবং সিনেমাটাও ঠিক তেমনই। প্রথম দৃশ্যেই দর্শককে বেঁধে ফেলবে এই ছবি। মনে হবে যে দারুণ একটা কিছু হতে চলেছে কিন্তু কী হবে সেটা একেবারেই আন্দাজ করা যাবে না। দুর্দান্ত 'ওয়ান লাইনার' শোনা যাবে, যা নিশ্চিতভাবে হাসির উদ্রেক করবে কিন্তু তাতে রসবোধ জোর করে ঢোকানো নেই। পরিস্থিতি ও সংলাপের মধ্যে সামঞ্জস্য মন কাড়বে। ছবির অর্ধেক সময় কখন এসে উপস্থিত হবে বোঝাই যায় না। ছবির পরবর্তী ধাপেও একাধিক ট্যুইস্ট টার্ন থাকে কিন্তু দ্বিতীয় ভাগ খানিকটা লম্বা মনে হয়। তদন্তের দৃশ্য খানিক ছোট হতে পারত। কিন্তু একটি নিখাদ থ্রিলারের মতোই এই ছবি বারবার চমকে দেবে আপনাকে। 


অভিনয়


বিজয় সেতুপতির অভিনয় অত্যন্ত সাবলীল। তাঁর মুখে 'ওয়ান লাইনার্স' মন ছোঁবে। ওঁকে দেখে মনে হবে যে অভিনয়ের চেষ্টাই করতে হয় না তাঁকে। তাঁর কাছে পুরোটাই খুব স্বাভাবিকভাবে হয়। ক্যাটরিনা কাইফের কাজ অত্যন্ত সুন্দর। ছবিতে তাঁকে খুব সুন্দর দেখাচ্ছেও। একটি দৃশ্যে তাঁকে বলতে শোনা যায়, 'আমরা যাঁদের ভালবাসি, হয় তাঁরা মারা যায় বা তাঁদের জন্য আমাদের ভালবাসা মরে যায়... সবশেষে মৃত্যু তো আমাদেরই হয় তাই না...।' এই সংলাপটা অনুভব করা যায় যেন। ক্যাটরিনা ও বিজয়ের রসায়ন বেশ মনে ধরে। দু'জনের অভিনয়ের ধরন আলাদা কিন্তু এক্ষেত্রে দুজনে একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। একটি দৃশ্যে দু'জনকে নাচ করতে দেখা যায়, যেখানে ভিকি কৌশলের কথা মনে পড়বে। সঞ্জয় কপূর দারুণ। তিনি সিনেমায় এক অন্য ধরনের রসবোধ যোগ করেন এবং তিনি আসার পরে আরও ট্যুইস্ট আসে। বিনয় পাঠকও অনবদ্য। ছোট চরিত্রে রাধিকা আপ্তে রয়েছেন কিন্তু তাতেই মনে গেঁথে যাবেন। প্রতিমা কাজমি ও টিনু আনন্দ বরাবরের মতোই দারুণ।


আরও পড়ুন: Radhika Apte: জল নেই, খাবার নেই, শৌচালয়ও নেই! বিমানবন্দরে 'দুর্বিষহ অভিজ্ঞতা' রাধিকার


পরিচালনা


'বদলাপুর' ও 'অন্ধাধুন' তৈরির প্রায় ৬ বছর পর শ্রীরাম রাঘবন (Sriram Raghavan) পরিচালনায় ফেরত এলেন এবং তা একেবারে দুর্দান্ত রূপে। ছবিতে তাঁর কাজের ছাপ স্পষ্ট। ছবির দ্বিতীয় ভাগ যদি আরও একটু ভাল তৈরি করা যেত তাহলে গোটা ছবিটাই দারুণ তৈরি হত।

 

ছবির সঙ্গীত

 

প্রীতমের সঙ্গীত পরিচালনা বেশ ভাল। আবহ সঙ্গীতও বেশ মন ছোঁয়। 

 

সব মিলিয়ে এই ছবিটি বেশ ভাল একটি থ্রিলার। দক্ষিণের তারকা অভিনেতা ও বলিউডের তারকা অভিনেত্রীর এই জুটি বেশ নজর কাড়ে ও মনোরঞ্জক। প্রেক্ষাগৃহে গিয়ে দেখে আসতে পারেন।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।