নয়াদিল্লি: একটা এরোব্রিজের মধ্যেই প্রায় চার ঘণ্টা ধরে আটকে রয়েছেন রাধিকা আপ্তে (Radhika Apte)। জল নেই, শৌচালয়ও নেই। ভয়াবহ অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে জানালেন অভিনেত্রী। শনিবার মুম্বই বিমানবন্দর থেকে ইনস্টাগ্রামে নিজের কিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করে রাধিকা তাঁর এই অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। অভিযোগ, এয়ারলাইন্সের কর্মচারীদের অকর্মণ্যতা এবং বিমানের অযৌক্তিক দেরির কারণে এই দুর্বিষহ অভিজ্ঞতার শিকার হন রাধিকা আপ্তে।


রাধিকার কথায়, মুম্বই বিমানবন্দর থেকে সকাল সাড়ে আটটার উড়ান ছিল রাধিকার (Radhika Apte)। কিন্তু সেই বিমান সময়ে আসেনি। ১০ টা ৫০ বেজে গেলেও বিমান আসেনি। আর সময়ে বিমান আসবে বলে রাধিকা সহ বিমানের সমস্ত যাত্রীকে এয়ারোব্রিজে নিয়ে আসা হয় আর সেখানেই 'লকড' অবস্থায় কাটাতে হয় অনেকটা সময়। সেখানে না ছিল জল খাওয়ার ব্যবস্থা, না ছিল শৌচালয়। বিমানবন্দরের কর্মীরাও এ বিষয়ে তাঁদের কাউকেই সাহায্য করতে পারেননি। যাত্রীদের মধ্যে অনেক শিশুও ছিল এবং অনেক বর্ষীয়ান মানুষও ছিলেন।


এ বিষয়ে এয়ারলাইন্সের নাম না করেই অভিনেত্রী ইনস্টাগ্রামে নিজের বিরক্তির কথা তুলে ধরেন। রাধিকা (Radhika Apte) লেখেন, 'আমাকে এটা পোস্ট করতেই হল। আমার আজ সকালে একটা ফ্লাইট ছিল ৮.৩০টার সময়। এখন ১০ টা ৫০ বাজে। এখনও বিমান আসেনি। কিন্তু বিমানের তরফ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই বিমান আসবে আর তাই সমস্ত যাত্রীকে এয়ারোব্রিজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে লক করে দেওয়া হয়।'



রাধিকা এও জানান যে কেউই ঠিকমত জানতেন না কেন বিমান এত দেরি করছে। এমনকী বিমানবন্দরের কর্মীদের কাছেও নাকি এ ব্যাপারে সঠিক তথ্য ছিল না। ক্রিউদের মধ্যে অনেকেরই শিফট শেষ হয়ে গিয়েছে, নতুন ক্রিউ সদস্য না আসা পর্যন্ত তারা অপেক্ষা করছে। পরে তাঁর পোস্টে রাধিকা জানান এক মহিলা ক্রিউর কাছে গিয়ে তিনি জানতে পারেন দুপুর ১২টা পর্যন্ত এভাবেই তাঁদের অপেক্ষা করতে হবে। সবশেষে রাধিকা বিরক্তিভরে লেখেন, 'নো ওয়াটার, নো লু। থ্যাঙ্কস ফর দ্য ফান রাইড।'


তবে সেই ফ্লাইট পরে এসেছিল কিনা, যাত্রীদের কারও কোনও সমস্যা হল কিনা সে ব্যাপারে রাধিকা যদিও আর কিছু জানাননি।


সদ্য মুক্তিপ্রাপ্ত 'মেরি ক্রিসমাস' ছবিতে বিজয় সেতুপতি, ক্যাটরিনা কাইফের সঙ্গে রাধিকা আপ্তেকেও দেখে গিয়েছে একটি ক্যামিও চরিত্রে। এর আগে 'মেড ইন হেভেন ২' এবং 'মিসেস আন্ডারকভার' ওয়েব সিরিজে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের।


আরও পড়ুন: Nusrat- Yash: নতুন ছবির প্রচারে এসে 'রাম পিঠে' খেলেন নুসরত