নয়াদিল্লি: প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'অপারেশন ভ্যালেন্টাইন' (Operation Valentine)। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারিতে কাশ্মীরে হওয়া পুলওয়ামা আক্রমণের (Pulwama Attack) পর পাকিস্তানের ওপর ভারত যে এয়ারস্ট্রাইক (Airstrike) করে, সেই ঘটনাই এই সিনেমায় দেখানোর চেষ্টা করা হয়েছে। 


ছবির গল্প


তেলুগু তারকা বরুণ তেজকে (Varun Tej) দেখা গেছে উইং কমান্ডার অর্জুন দেবের চরিত্রে। 'প্রজেক্ট বজ্র'-এ তিনি নিজের বন্ধু কবীরকে হারান, যে দুঃস্বপ্ন তাকে আজও তাড়া করে বেড়ায়। নিজের ইচ্ছার মালিক তিনি, নিজের মতো চলেন, এবং সেই কারণে প্রায় প্রত্যেকদিনই তার স্ত্রী উইং কমান্ডার অহনা গিলের সঙ্গে ঝগড়া লেগে থাকে। এই চরিত্রে দেখা গিয়েছে ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লরকে (Manushi Chillar)। এই ফিল্মে প্রথমে ২০১৯ সালের পুলওয়ামা আক্রমণ ও তারপর পাকিস্তানের ওপর করা এয়ারস্ট্রাইক অপারেশনের গল্প বলা হয়, যার মধ্যে অজস্র এরিয়াল অ্যাকশনের দৃশ্য রয়েছে।


কেমন হয়েছে এই ফিল্ম?


এই ফিল্মের প্লট ২০১৯ সালের পুলওয়ামা অ্যাটাকের পর পাকিস্তানের ওপর করা এয়ারস্ট্রাইক অপারেশনকে কেন্দ্র করে তৈরি। কিন্তু এই ছবি মূলত ২-৩টি জিনিসের ওপর বেশি ফোকাস করেছে। প্রথমত চরিত্রদের ব্যক্তিগত জীবনের ওপর এবং দ্বিতীয়ত, তাদের অতীতের ট্রমার ওপর। উইং কমান্ডার অর্জুনকে ৭০ শতাংশ সময়েই তার বন্ধু কবীরের ভাবনায় ডুবে থাকতে দেখা যাবে, যাকে সে 'প্রোজেক্ট বজ্র'-এ হারিয়ে ফেলেন। এরপর এই অর্জুন ভারতীয় সেনবাহিনীর ওপর আক্রমণের পর পাকিস্তানে হতে চলা এয়ারস্ট্রাইক 'অপারেশন ভ্যালেন্টাইন'-এর অংশ হন। সন্ত্রাসবাদীদের সঙ্গে দেখানো অ্যাকশন দৃশ্য খুবই দুর্বল মনে হয়েছে। গল্পের বুননও বেশ দুর্বল। মনে হতে পারে যে এই ছবিতে যখন খুশি যা খুশি হচ্ছে।


ছবির ভিএফএক্স ও পরিচালনা কেমন?


এই ফিল্মের VFX বা গ্রাফিক্সের কথা বললে তার থেকে যে কোনও ভিডিও গেমের গ্রাফিক্স অনেক ভাল হয়। VFX-এর মান একেবারেই ভাল নয়। যদিও ফিল্মের বাজেট ছিল ৪০ থেকে ৫০ কোটির মধ্যে। ফিল্মের পরিচালনা ও সিনেম্যাটোগ্রাফি যদিও ভাল। ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন শক্তি প্রতাপ সিংহ হাদা। 


অভিনয় 


ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা বরুণ তেজ ও অভিনেত্রী মানুষী চিল্লর মুখ্য চরিত্রে রয়েছেন। এই ছবির হাত ধরে মানুষী দক্ষিণী ছবিতে পা রাখলেন। ছবিতে তাঁরা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। দু'জনেই তাঁদের ১০০ শতাংশ দিয়ে অভিনয় করেছেন। উইং কমান্ডার হিসেবে মানুষী চিল্লরকে দুর্বল লাগলেও তাঁর অভিনয় খুব ভাল। অন্যদিকে বরুণ তেজ ছবিতে উইং কমান্ডার হওয়ার পাশাপাশি টেস্ট পাইলটও, খুবই ভাল এই চরিত্র ফুটিয়ে তুলেছেন তিনি। 


আরও পড়ুন: 'Sunflower Season 2' Review: দুর্দান্ত অভিনয়, পর্দায় সুনীল-আদাহর রসায়নই 'সানফ্লাওয়ার সিজন ২'-এর আকর্ষণ


সঙ্গীত


ছবির আবহ সঙ্গীত দুর্দান্ত না হলেও, মোটামুটি। ফিল্মে দুটি গান রয়েছে, এবং সেগুলি যথাযথ। সব মিলিয়ে এটি এরিয়াল অ্যাকশন ড্রামা তৈরির ভাল চেষ্টা বলা যেতে পারে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।