নয়াদিল্লি: নিজের অভিনয়ের মাধ্যমে দর্শককে হাসাতে পারদর্শী সুনীল গ্রোভার (Sunil Grover) ফের ফিরেছেন 'সানফ্লাওয়ার'-এর দ্বিতীয় সিজন নিয়ে। সোনুকে ফেরানো হয়েছে। যেদিন থেকে 'সানফ্লাওয়ার ২'-এর ('Sunflower Season 2' Review) ট্রেলার মুক্তি পেয়েছে সেদিন থেকে অনুরাগীরা অপেক্ষায় এই সিজনের মুক্তির। জি ফাইভের  (Zee5) জনপ্রিয় শোগুলির অন্যতম এই 'সানফ্লাওয়ার'। এর প্রথম সিজনও সফল হয়েছিল, যার গল্প বেশ অন্যরকমভাবে পরিবেশন করা হয়েছিল। সিজন ২-এ নতুন কী রয়েছে এবার জেনে নেওয়া যাক।


গল্প


যেখানে সিজন ১ শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হচ্ছে সিজন ২-এর গল্প। মিস্টার কপূরকে খুন করা হয়েছে এবং সোনু বেপাত্তা। সিজন ২-এর গল্পে দেখা যাবে যে সোনু অভিযুক্ত, তাকে খুঁজেও বের করেছেন পুলিশ কিন্তু তার বিরুদ্ধে কোনও পোক্ত প্রমাণ নেই। ইতিমধ্যেই সানফ্লাওয়ার সোসাইটিতে রোজি নামের এক মহিলার প্রবেশ হয়, যে চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী আদাহ্ শর্মাকে (Adah Sharma)। এবার এই খুনের সঙ্গে রোজির কোনও সম্পর্ক আছে কি না, এই গোটা ঘটনায় মিস্টার ও মিসেস আহুজা কীভাবে ফেঁসে যান, সোনু ও রোজির মধ্যে কিছু হয়ে ওঠে কি না, এই সবকিছু জানতে অবশ্যই এই সিরিজটি দেখতে হবে। 


কেমন এই সিরিজ?


এবারেও সিরিজে ডার্ক হিউমরের ব্যবহার খুবই ভালভাবে করা হয়েছে। কিছু দৃশ্যে অত্যন্ত হাসি পাবে, আবার কিছু দৃশ্য দেখে মনে হবে এর পিছনে যুক্তি নেই। সেই কারণে এই সিরিজ দেখতে বসলে লজিকের খোঁজ করবেন না। দ্বিতীয় সিজনে ৮টি পর্ব আছে এবং প্রত্যেকটি প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট দীর্ঘ। প্রথম ৫ পর্বে সিরিজের গল্পটিকে অযথা টেনে বাড়ানো হয়েছে এবং কিছু কিছু দৃশ্য কোনও নতুন কিছু যোগ করে না , যেমন পুলিশকর্মীর সঙ্গে মিসেস আহুজার প্রেম। আবার দ্বিতীয় পর্বে একটি দৃশ্যে দেখা যাচ্ছে যে পুলিশ স্টেশনে সোনু পাঞ্জাবে ওর সঙ্গে কী কী হয়েছে তা বলছে ও অভিনয় করে দেখাচ্ছে। ওই দৃশ্যে সুনীল গ্রোভার দুর্দান্ত কাজ করেছেন যা দর্শক বেশ উপভোগ করবেন কিন্তু যুক্তি এখানেও নেই। কোনও পুলিশকর্মীই একজন অভিযুক্তকে এভাবে সময় দেবে না। সিরিজ আকর্ষণীয় হতে শুরু করে ষষ্ঠ পর্ব থেকে। থ্রিল ওই পর্ব থেকেই মিলবে কিন্তু ওই পর্যন্ত দর্শককে বসিয়ে রাখা বেশ মুশকিল। সিরিজের চিত্রনাট্যই এর সবচেয়ে বড় দুর্বলতা। নতুন চরিত্রকে নিয়ে আসা হলেও তা গল্পে দারুণ বা আলাদা কিছু সংযোজন করেনি, গল্পে থ্রিলও বাড়ায়নি।


অভিনয়


সুনীল গ্রোভারের অভিনয়ই গোটা সিরিজটিকে ভালভাবে সামলেছে। এই সিরিজের নির্মাতারা তাঁর অভিনয় ক্ষমতাকে খুব নিপুণভাবে ব্যবহার করেছেন এবং কিছু কিছু দৃশ্যে তা বেশ স্পষ্ট। গিরিশ কুলকর্নিও দারুণ। তাঁর 'ওয়ান লাইনার্স' শুনে যে কেউ হাসতে বাধ্য। আদাহ্ শর্মা ভালই কাজ করেছেন, রাধা ভট্টের অভিনয়ও এবার ভাল। রণবীর শোরে ও গিরিশ কুলকর্নির একসঙ্গে দৃশ্য পছন্দ হবে, ওঁদের বন্ধুত্বের সম্পর্ক বেশ ভালভাবে দেখানো হয়েছে। পর্দায় সুনীল গ্রোভার ও আদাহ্ শর্মার রসায়নও বেশ ভাল। দু'জনের একসঙ্গে দৃশ্যগুলি বেশ মনোরঞ্জক।


পরিচালনা ও মিউজিক


বিকাশ বহেলের পরিচালনা ভালই কিন্তু চিত্রনাট্য খুবই দুর্বল, সেই কারণে সিরিজের একাধিক দৃশ্য খুবই নিরস মনে হতে পারে। অন্যদিকে মিউজিক ও সেট এবারেও বেশ ভাল।


আরও পড়ুন: 'Laapataa Ladies' Review: হতে পারেন আবেগঘন, কিরণ রাওয়ের 'লাপতা লেডিজ' মন জয় করবে


মিলল তৃতীয় সিজনের আভাস


এই সিরিজের ভাল বিষয় হচ্ছে যে খুনি কে, তা জানতে পারা যায়। কিন্তু তা সত্ত্বেও বলা হয়েছে যে তৃতীয় সিজন আসবে। তৃতীয় সিজনের সোনুর চরিত্রটিকে নিয়ে নতুন রহস্যের উন্মোচন হবে।


যাঁরা যাঁরা সুনীল গ্রোভারের অভিনয় পছন্দ করেন, তাঁদের এই সিজনও ভাল লাগবে। দেখে জানান 'সানফ্লাওয়ার সিজন ২' নিয়ে আপনাদের মতামত কী?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।