মুম্বই: If a girl says no...it means no...একজন মেয়ে যদি না বলে, তার অর্থ না-ই হয়। 'সত্যপ্রেম কি কথা' (Satyaprem Ki Kotha) ছবিটির সবচেয়ে ভাল বিষয় হল, গোটা ছবিটি জুড়ে ভীষণ স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এই বার্তাটিই। ধর্ষণ একজন মহিলার পোশাকের কারণে হয় না, হয় সমাজের কিছু মানুষের নোংরা চিন্তাভাবনার জন্য। 


ছবির গল্প


এই ছবির গল্প এক বিবাহিত জুটির, গল্পের শুরুর দিকেই যাদের বিয়ে হয়ে যায়। এই ছবিতে নায়কের নাম সত্যপ্রেম ওরফে সত্তু আর নায়িকার নাম কথা। আইনের পরীক্ষায় ফেল করার পরে বাড়ির কথা মতো সত্যপ্রেম ওরফে কার্তিক বিয়েতে রাজি হয়। কথা ওরফে কিয়ারা ধনী পরিবারের মেয়ে। অন্যদিকে কথার একটি প্রেমের সম্পর্ক ভেঙে যায়। তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা রয়েছে তাঁর। এই পরিস্থিতিতে বিয়ে হয় কথা ও সত্যপ্রেমের, তারপরে প্রেম। প্রথমে অবশ্য এই বিয়েতে রাজি ছিল না কথা। কিন্তু বিয়ের পরে প্রকাশ্যে আসে এমন সব ঘটনা, যেগুলো তোলপাড় ফেলে দেয় তাদের সম্পর্কে। কী সেই ঘটনা, তা দেখার জন্য অবশ্যই যেতে হবে প্রেক্ষাগৃহে। 


অভিনয়


ছবিতে কার্তিক অভিনয় বেশ ভাল। গুজরাতি ভাষায় দুর্দান্ত সংলাপ বলেছেন অভিনেতা। কার্তিককে সত্যপ্রেমের চরিত্রে বেশ মানিয়েছে। অন্যদিকে কিয়ারাও কথার চরিত্রে অনন্য। তিনিও দারুণ সংলাপ বলেছেন গুজরাতি ভাষায়। অভিনেতা অভিনেত্রীর অভিনয়ের সারল্যও মন কেড়ে নেয়। কার্তিকের বাবা-মায়ের ভূমিকায় গজরাজ রাও ও সুপ্রিয়া পাঠক বেশ ভাল অভিনয় করেছেন। ছোট চরিত্রে মন কেড়েছেন রাজপাল যাদব।


কেমন হল 'সত্যপ্রেম কি কথা'


রোম্যান্টিক ছবির মোড়কে এই গল্প একটি বড় সামাজিক বার্তা দেয়। ট্রেলার দেখে বোঝাই যায় না, যে ছবিতে এমন একটি গভীর বার্তা রয়েছে। ছবির গল্পে বাঁক আপনাকে চমকে দেবেই। গল্পে অনেক নতুন নতুন বিষয় রয়েছে, যেটা প্রথম থেকে দেখো বোঝা সম্ভবই নয়। কার্তিক আর কিয়ারার এই ছবি পরিবারের সঙ্গে দেখা উচিত কারণ এই ছবির বার্তা সমস্ত পরিবারের কাছে পৌঁছনো উচিত। কার্তিক ও কিয়ারা এই ছবিতে অনুরাগীদের জন্য একটা 'ভিস্যুয়াল ট্রিট' তো বটেই।


পরিচালনা


সমীর ভিদওয়ান্সের পরিচালনা বেশ ভাল তবে আরও ভাল করার বেশ কিছু জায়গা ছিল। ছবিতে যে বিষয়টা উনি তুলে ধরতে চেয়েছেন, সেটা আরও কড়াভাবে বলা যেত।


মিউজিক


হীতেশ সোনিকের মিউজিক মোটামোটি। যদিও এই ছবির গানগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে তবে ছবির মধ্যে এই গানগুলো বিশেষ কোনও অনুভূতি দেয় না।