ট্রেন্ডিং

পাকিস্তানের বিরুদ্ধে কেন মুখ খুলছেন না বলি-তারকারা ? 'গদর' ছবির পরিচালক ফাঁস করলেন রহস্য

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে প্রভাত রায়, হয়েছে অস্ত্রোপচারও! এখন কেমন আছেন?

ভেঙে গেল 'হেরা-ফেরি'-র ত্রয়ীর জুটি, হঠাৎ ছবি থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল!

মঞ্চে উঠে সলমন রুশদির ওপর হামলা, হাদি মাতারকে সাজা শোনাল আদালত

'ঘৃণা করুন, তবু আমি তারকা সন্তানদের লঞ্চ করেই যাব', সাফ জবাব কর্ণের
অভিনয়, গান ছেড়ে অনির্বাণ এবার বৈজ্ঞানিক! পক্ষীরাজের ডিম হাতে গল্প শোনাবেন রূপকথার
Jeetu-Nabanita: হঠাৎ ফেসবুক পোস্টে সম্পর্কে ইতি টানার কথা, ঘর ভাঙছে জিতু-নবনীতার?
Jeetu-Nabanita News: সোশ্যাল মিডিয়ায় নবনীতার পোস্টে কার্যত অবাক অনুরাগী থেকে শুরু করে তামাম নেটদুনিয়া! একসঙ্গে ছবি পোস্ট করেও ভাঙনের সুর অভিনেত্রীর লেখায়!
Continues below advertisement

ভাল নেই জিতু-নবনীতা?
কলকাতা: ফের কি টলিপাড়ায় এক প্রেম ভাঙার গল্প? সংসার ভাঙছে অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) ও অভিনেত্রী নবনীতা দাসের (Nabanita Das)? সোশ্যাল মিডিয়ায় নবনীতার পোস্টে কার্যত অবাক অনুরাগী থেকে শুরু করে তামাম নেটদুনিয়া! একসঙ্গে ছবি পোস্ট করেও ভাঙনের সুর অভিনেত্রীর লেখায়!
Continues below advertisement
কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ একটি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে নবনীতা ও জিতুর একসঙ্গে হাসিমুখের ছবি ঝলমল করছে। তিনি লিখেছেন, ' টেবিলে আর দুটো করে প্লেট থাকবে না। একজনের জন্য বানানো গ্রীন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবে না। তোয়ালে শেয়ার হবে না, সানস্ক্রিন ভাগাভাগি হবে না। কিছুই আর এক সঙ্গে হবে না।
তবুও জানি এমতাবস্থায় আমাকে সবকিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো। গ্যাস বুকিং থেকে শুরু করে মেডিক্লেমের টাকা দেওয়া, সবটাই শিখিয়ে দিয়েছো। লেখার হাত আমার বরাবরই কাঁচা, এটা তো তোমার কাজ ছিল। তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সঙ্গে ভালো নেই। প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক। ভালো থাকো জিতু কমল।'
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট নজরে আসতেই কার্যত তোলপাড়। এবিপি লাইভের তরফ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়েছিল অভিনেতা জিতু কমলের সঙ্গে। ফোন বেজে গিয়েছে তাঁর, উত্তর আসেনি হোয়াটসঅ্যাপ বার্তারও। অন্যদিকে, নবনীতার ফোন টানা ব্যস্ত অথবা বেজে গিয়েছে। মেলেনি মেসেজের উত্তরও। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত যুগলের কারও সঙ্গেই যোগাযোগ করা যায়নি।
সদ্যই লন্ডনে শ্যুটিং করতে গিয়েছিলেন জিতু। অংশুমান প্রত্যুষের 'বাবুসোনা' ছবিটিতে অভিনয় করছেন জিতু। তাঁর বিপরীতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee)-কে। এই ছবির শ্যুটিংয়ের জন্যই লন্ডনে গিয়েছিলেন জিতু। সেসময়ে তাঁর সঙ্গে লন্ডনে গিয়েছিলেন নবনীতা। বর্তমানে নতুন ধারাবাহিক শুরু করেছেন নবনীতা। সান বাংলার ধারাবাহিক 'বিয়ের ফুল'-এ মুখ্যভূমিকায় দেখা যাবে তাঁকে। অন্যদিকে, একের পর এক নতুন ছবির কাজ রয়েছে জিতুর হাতে। সামনের মাসেই কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবির শ্যুটিংয়ের জন্য ফের লন্ডনে যাওয়ার কথা অভিনেতার। তবে অভিনেতার ব্যক্তিগত জীবনের তোলপাড় নিয়ে আঁচ পাননি কেউই। ধারাবাহিকের সময় নবনীতার সাক্ষাৎকারেও তিনি জিতুর সঙ্গে সম্পর্কের সমস্যা নিয়ে মুখ খোলেননি। আর তাই, জিতু নবনীতার বিচ্ছেদ অনুরাগীদের কাছে বেশ আকস্মিকই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
Continues below advertisement
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে