দার্জিলিং: একজনকে কামড়ে ধরে আছে চিতাবাঘ। ছাড়াতে বাঁশ, লাঠি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।


বুধবার সন্ধ্যায় চিতাবাঘ পিটিয়ে মারার এই ভিডিও প্রকাশ্যে আসাকে কেন্দ্রে করে চাঞ্চল্য শিলিগুড়ির রাঙাপানি এলাকায়। ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

বন দফতরের দাবি, প্রাণে বাঁচার জন্য বনকর্মীরা গুলি চালালে মারা যায় চিতাবাঘটি।

বন দফতর সূত্রে খবর, রাঙাপানি এলাকায় ক্যানসার হাসপাতালের কাছে আজ সন্ধ্যায় লোকালয়ে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। তার আক্রমণে আহত হন অনেকে। খবর পেয়ে ছুটে আসেন বন দফতরের কর্মীরা।

শারুগাড়া বনবিভাগের রেঞ্জার সঞ্জয় দত্তকে আক্রমণ করলে বাঘটিকে লক্ষ্য করে গুলি চালান বনকর্মীরা। তাতেই মারা যায় চিতাবাঘটি।

এরপরই প্রকাশ্যে আসে একটি ভিডিও। যেখানে দেখা যায়, একটি চিতাবাঘকে পিটিয়ে মারছেন এলাকার বাসিন্দারা। বাঘটির হামলার আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে।