অমেঠি: প্রতিবাদের গনগনে আগুনে ফুটছে রাজ্য। কলকাতার আরজি করের চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে গর্জে উঠেছে মানুষ। এ শহরের মানুষ, এ রাজ্যের মানুষ, এ দেশের মানুষ । এমনকী দেশের বাইরের মানুষও। ডাক্তারের মর্মান্তিক মৃত্যুর বিচার চেয়ে পথে নেমেছে চিকিৎসক থেকে আমজনতা। এরই মধ্যে আরও একটি নৃশংস ঘটনার অভিযোগ এল সামনে।
বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ঘটনাটি। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুসারে, ঘটনাটি উত্তরপ্রদেশের অমেঠির। পুলিশ সূত্রে খবর, নিজের বাবার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ এনেছে ছোট্ট এক মেয়ে। তার বয়স মাত্র ১৩ বছর। অভিযোগ, সে-সময় বাড়িতে ছিলেন না অভিযোগকারিণীর মা। সেই সময় তার মত্ত বাবা তার মেয়েকে ধর্ষণ করে। অভিযোগ, ধর্ষণের এক সপ্তাহ পরে মেয়েটি তার বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। কারণ, মেয়েটি জানিয়েছে, ঘটনার দুই দিন পরে তার মা মারা যান। তাই আগে সে পুলিশের কাছে আসতে পারেনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুসারে, পুলিশের কাছে নির্যাতিতার অভিযোগ, গত ৮ আগস্ট সে বাড়িতে একাই ছিল। সেই সময় তার বাবা মত্ত অবস্থায় বাড়িতে আসে। মেয়েটির মা-ও বাড়িতে ছিলেন না। সেই সুযোগে তাকে ধর্ষণ করা হয়। সার্কল অফিসার অতুল কুমার সিং জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় মেয়েটি পুলিশে অভিযোগ দায়ের করে। বাবার বিরুদ্ধে করা এফআইআর দায়ের করেছে মেয়েটি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলে জানিয়েছেন পুলিশকর্তা।
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুসারে, অভিযোগকারিণীর দাবি, ঘটনার দিন মা দিল্লিতে তাঁর বোনের বাড়িতে গিয়েছিলেন,তারপর ঘটনার দুই পর ১০ অগাস্ট তিনি মারা যান। তবে কীভাবে মারা যান তিনি, সে বিষয়ে জানা যায়নি।
আরও পড়ুন
বনধ, রাস্তা রোকো, মিছিল ! বিজেপি, SUCI, তৃণমূলের ত্রিফলা কর্মসূচিতে মহানগর হবে অবরুদ্ধ? কোথায় কখন?
এদিকে ফের নারী নির্যাতনের ভয়াবহ অভিযোগ উঠল উত্তরাখন্ডে। সামনে এল নারকীয় এক ঘটনা। কাজের জায়গা থেকে বাড়ি ফেরার পথে এক নার্সকে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে এসেছে। ওই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরাখণ্ডের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। কাজ থেকে বাড়িতে ফিরছিলেন তিনি। পথেই তাঁর উপর হামলা করে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। এনডিটিভি এবং অন্যান্য সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী,ঘটনার ৮ দিন পরে ৮ অগাস্ট উত্তরপ্রদেশের পুলিশ একটি ফাঁকা জমি থেকে নির্যাতিতার দেহ উদ্ধার করে। শুরু হয়েছে তদন্ত।