কানপুর: গণ ধর্ষণের শিকার হয়েছে মেয়ে। আর মেয়ের মেডিক্যাল পরীক্ষা করাতে গিয়ে মৃত্যু হল বাবার। ঘটনা উত্তরপ্রদেশের কানপুরের। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


জানা গিয়েছে, গণ ধর্ষণের শিকার হয়েছিল ১৩ বছরের মেয়ে। গতকাল বুধবার কানপুরের সাজেতি থানায় এই ঘটনার অভিযোগ জানায় ওই পরিবার সহ প্রতিবেশীরা। কানপুর পুলিশ জানিয়েছে, মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আর সেই সময় হাসপাতালের বাইরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ওই কিশোরীর বাবার। আর এই ঘটনার পরই উত্তেজিত জনতা খুনের অভিযোগে কানপুর সাগর হাইওয়ে আটকে বিক্ষোভ দেখায়।


পুলিশ সূত্রে খবর, সাজেতি থানা অঞ্চলে ওই কিশোরীর বাড়ি। ঘটনা সোমবারের। ক্ষেত থেকে সেদিন ফিরছিল ওই কিশোরী। আর সেই সময় একই গ্রামের বেশ কয়েকজন যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই কিশোরীর পরিবার অভিযোগে পুলিশকে জানিয়েছেন, গোলু যাদব, দীপু যাদব ওই কিশোরীকে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, ওই কিশোরীর বাবাকে অভিযুক্ত দাদা হুমকি দেয় বলেও অভিযোগ।


জানা গিয়েছে, দীপু যাদবের বাবা উত্তরপ্রদেশের কানৌজ জেলার পুলিশ আধিকারিক। কানপুরের ডিআইজি প্রীতিন্দর সিংহ বলেন, গণ ধর্ষণে মূল অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। যারা ওই পরিবারকে হুমকি দিয়েছে এবং এই ঘটনায় বাকি যারা যুক্ত তাদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। কিন্তু ওই কিশোরীর বাবার মৃত্যু অত্য়ন্ত দুর্ভাগ্যজনক। ওই কিশোরীর মেডিক্যাল পরীক্ষার সময়, হাসপাতালের বাইরে য়ান ওই ব্যক্তি। আর তখনই ট্রক এসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আমরা ইতিমধ্যেই মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছি। উত্তরপ্রদেশ পুলিশ কানপুর পুলিশকে এই তদন্তের দায়িত্ব দিয়েছে। ওই ট্রাক ড্রাইভারকে গ্রেফতারের জন্য খোঁজও শুরু করেছে।