কলকাতা: আজ মহা শিবরাত্রি। প্রতি বছর মহা শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ঢল নামে তারকেশ্বরে। সারা বছরই এরাজ্য সহ ভিন রাজ্যের পুণ্যার্থীরাও এখানে ছুটে যান বাবার মাথায় জল ঢালতে। কোভিড কালে শিব চতুর্দশীতে এবার একাধিক বিধি থাকছে। আর এই মহা শিবরাত্রি উপলক্ষে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।


পূর্ব রেল জানিয়েছে, আজ এবং আগামীকাল হাওড়া থেকে তারকেশ্বরের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চলবে। আজ, ১১ মার্চ এবং আগামীকাল ১২ মার্চ হাওড়া থেকে দুপর ২টো ৪৫ নাগাদ ছাড়বে আপ ট্রেন। শেওড়াফুলি জংশনে পৌঁছবে ৩টে ২২ নাগাদ। সেখান থেকে ট্রেন ছাড়বে ৩টে ২৪ নাগাদ। তারকেশ্বর পৌঁছবে বিকেল ৪টে ১৫ নাগাদ।




আবার তারকেশ্বর থেকে বিকেল ৪টে ৪০ নাগাদ ছাড়বে ডাউন ট্রেন। শেওড়াফুলি জংশনে পৌঁছবে ৫টা ২৮ নাগাদ। শেওড়াফুলি জংশন থেকে ট্রেন ছাড়বে সাড়ে ৫টায়। হাওড়ায় পৌঁছবে সন্ধে ৬টা ১০ নাগাদ। আজ এবং আগামীকাল এই দুদিন বিশেষ ট্রেন চলবে।


উল্লেখ্য, প্রায় একমাস আগে ভক্তদের জন্য খুলেছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। করোনা আবহে, দীর্ঘদিন বন্ধ থাকার পর, গত বছর মন্দির খোলে। কিন্তু গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না পুণ্যার্থীদের। গর্ভগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও করোনা আবহে জারি হয়েছে কিছু বিধিনিষেধ।গর্ভগৃহে শুধুমাত্র ফুল, বেলপাতা, ও জল নিয়ে প্রবেশ করা যাবে। জ্বালানো যাবে না ধূপ ও মোমবাতি। মন্দিরে প্রবেশের সময় মাস্ক পরা বাধ্যতামূলক। একেকবার ২০ জন করে গর্ভগৃহে ভক্তদের ঢোকানো হবে।