সঞ্চয়ন মিত্র: বসন্তে বর্ষা! রাজ্য জুড়ে ভোটের প্রবল উত্তাপের মধ্যে শান্তিজল ছিটিয়ে দিল প্রকৃতি। ফাল্গুনী বিকেলে বৃষ্টিস্নাত হল রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি।


ক্যালেন্ডারের পাতায় মাস ফাল্গুন। আর সেই ফাল্গুনী বিকেলে বর্ষার গন্ধ পেল বাংলার একাধিক জেলা। 


বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বাড়ছিল গুমোট গরম। বিকেলের দিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। 


বিকেল সাড়ে ৪টে নাগাদ বাঁকুড়ায় হয় শিলাবৃষ্টি। বাঁকুড়া শহর-সহ জঙ্গলমহলের বারিকুল, রানিবাঁধ, রাইপুরে আকাশছেঁচা জলে ভিজেছে রাঢ় বাংলার মাটি।  


সন্ধে ৬টা নাগাদ শিলাবৃষ্টি হয় বীরভূমে। পশ্চিম বর্ধমানেও ঝিরঝিরে বৃষ্টি হয়। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।  


আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।