নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিষদাঁত ভেঙে দেওয়ায় নিরাপত্তাবাহিনীর সাফল্যের খতিয়ান দিয়ে চলতি বছরের মার্চ থেকে আগস্ট-এই ৬ মাসে নিরাপত্তাবাহিনীর হাতে ১৩৮ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি। জম্মু ও কাশ্মীর গত তিন দশকের বেশি সময় ধরে সীমান্তের ওপারের মদত ও পৃষ্ঠপোষকতাপুষ্ট সন্ত্রাসবাদে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
লোকসভায় আজ তিনি বলেন, সরকার অবশ্য সন্ত্রাসবাদের ব্যাপারে জিরো টলারেন্স বা বিন্দুমাত্র তা সহ্য না করার নীতি নিয়েছে। নিরাপত্তাবাহিনীও সন্ত্রাসবাদ দমনে লাগাতার, কার্যকর ব্যবস্থা নিচ্ছে। যার ফলশ্রুতি হল, ১ মার্চ থেকে ৩১ আগস্টের মধ্যে১৩৮ জন সন্ত্রাসবাদী খতম হয়েছে। এই ৬ মাসে জম্মু ও কাশ্মীরে ৫০ জন নিরাপত্তা জওয়ান সন্ত্রাসবাদ মোকাবিলা, যুদ্ধবিরতি লঙ্ঘন , সীমান্তের ওপার থেকে গোলাগুলিতে নিহত হয়েছেন বলেও জানিয়েছেন রেড্ডি। এক লিখিত প্রশ্নের উত্তরে ২০১৯ এর আগস্ট থেকে ২০২০-র জুলাই পর্যন্ত সীমান্তের ওপার থেকে ১৭৬টি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বলেও পরিসংখ্যান দেন মন্ত্রী।
মার্চ থেকে আগস্ট-৬ মাসে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর হাতে খতম ১৩৮ জঙ্গি, হত ৫০ জওয়ানও, জানাল কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Sep 2020 08:05 PM (IST)
লোকসভায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি বলেন, সরকার অবশ্য সন্ত্রাসবাদের ব্যাপারে জিরো টলারেন্স বা বিন্দুমাত্র তা সহ্য না করার নীতি নিয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -