26/11 Mumbai Terror Attack: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড তাহাউর হুসেন রানাকে হেফাজতে নিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। জানা গিয়েছে, এনআইএ- এর দিল্লির হেডকোয়ার্টারেই রাখা হয়েছে এই কুখ্যাত ষড়যন্ত্রকারীকে। সূত্রের খবর, ভারতের এই 'মোস্ট ওয়ান্টেড'- এর আপাতত ঠাঁই হয়েছে ১৪ ফুটX১৪ ফুটের একটি কক্ষে। তাহাউর হুসেন রানার উপর ২৪ ঘণ্টা চলবে নজরদারি। এই কক্ষে লাগানো রয়েছে অসংখ্য সিসিটিভি। আর এইসব সিসিটিভিতে এনআইএ টিমের নজর থাকবে সর্বক্ষণ। ২০০৮ সালের মুম্বইয়ে জঙ্গি হামলার অন্যতম ষড়যন্ত্রকারী তাহাউর হুসেন রানা জঙ্গিদের যাবতীয় অস্ত্রশস্ত্র এবং আর্থিক সাহায্য করেছিল বলে জানা গিয়েছে ইতিমধ্যে। ১৮ দিনের জন্য এনআইএ হেফাজতে পেয়েছে তাহাউর হুসেনকে। ২৬/১১- র হামলা নিয়ে চলবে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সফলভাবে প্রত্যর্পণের পর, দিল্লির বিমানবন্দরে নামতেই তাহাউর হুসেন রানাকে গ্রেফতার করেছিল এনআইএ। 

জানা গিয়েছে, দিল্লির সিজিও কমপ্লেক্সের এনআইএ বিল্ডিংয়ের একদম নীচের তলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তাহাউর হুসেন রানার সেল বা কক্ষ। তাহাউর হুসেন রানাকে হেফাজতে নেওয়ার পর কার্যত এই ঘরকে দুর্গে পরিণত করা হয়েছে। বাইরে পাহারার জন্য মোতায়েন রয়েছে দিল্লি পুলিশ এবং আধা-সেনা বাহিনীর নিরাপত্তা কর্মীরা। ছাড়পত্র না পেলে এখানে ঢোকার অনুমতি নেই কারও। এমনকি প্রবেশ করতে পারবে না মিডিয়াও। বৃহস্পতিবার রাতে যখন পাতিয়ালা আদালতে তাহাউরকে আনা হয়েছিল, তখনও নিরাপত্তার কারণে আদালত চত্বর থেকে সংবাদমাধ্যমকে সরিয়ে দেওয়া হয়। 

জানা গিয়েছে, এনআইএ- এর হেডকোয়ার্টারে তাহাউর হুসেন রানাকে যে সেল- এর মধ্যে রাখা হয়েছে সেখানে বহুস্তরীয় ডিজিটাল সিকিউরিটি সিস্টেমের বন্দোবস্ত রয়েছে। সিসিটিভি ক্যামেরার সাহায্যে প্রতিটি ইঞ্চিতে চালানো হচ্ছে নজরদারি। মাত্র ১২ জন্য এনআইএ আধিকারিকের এই সেলে প্রবেশের অনুমতি রয়েছে। মেঝেতে পাতা রয়েছে একটি বিছানা। আর ওই সেলের সঙ্গেই রয়েছে বাথরুম, যাতে বাইরে কোথাও যেতে না হয় তাহাউর হুসেন রানাকে। খাবার, জল, ওষুধপত্র - প্রয়োজনীয় সবকিছুই দেওয়া হবে, কিন্তু এই ঘরের ভিতরেই। ২৬/১১ মুম্বই হামলার প্রতিটি পদক্ষেপের উপর ২৪ ঘণ্টা কড়া নজর রয়েছে এনআইএ কর্মীদের। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ ২০ দিনের জন্য তাহাউর হুসেন রানাকে হেফাজতে চেয়েছিল। তবে ১৮ দিনের জন্যই ২৬/১১ মুম্বই হামলার এই চক্রীকে হেফাজতে রাখার অনুমতি পেয়েছে এনআইএ।