জেমা (উত্তর সিকিম) : রাস্তার বাঁক দিয়ে ঘোরার সময় পিছল কেটে উল্টে গেল সেনার ট্রাক (Army Truck)। দুর্ঘটনায় মৃত্যু ১৬ জন জওয়ানের। জখম হয়েছেন আরও চার জন। উত্তর সিকিমের জেমায় দুর্ঘটনাটি ঘটে। খবর ভারতীয় সেনা (Indian Army) সূত্রের। 


 


ভারতীয় সেনা সূত্রে খবর, তিনটি গাড়ির একটি কনভয় আজ সকালে ছাতেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল। তারই মধ্যে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। জেমার কাছে ট্রাকটি উঁচু খাঁড়াই থেকে পিছল কেটে উল্টে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়। চার জখম জওয়ানকে চিকিৎসার জন্য আকাশ পথে উড়িয়ে নিয়ে যাওয়া হয়।


ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, উত্তর সিকিমে পথ দুর্ঘটনায় ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। তাঁদের পরিষেবার জন্য গোটা দেশ কৃতজ্ঞ। শোকগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানাই। জখমদের দ্রুত আরোগ্য কামনা করি।



দুর্ঘটনা এর আগেও-


এর আগে গত অগাস্ট মাসে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে নদীতে বাস পড়ে মৃত্যু হয়েছিল ৬ ITBP জওয়ানের। আহত হন বেশ কয়েক জন। চন্দনওয়াড়ি থেকে বাসে করে পহেলগাম যাচ্ছিলেন ৩৯ জন। ৩৭ জন ITBP জওয়ানের সঙ্গে বাসে ছিলেন জম্মু কাশ্মীর পুলিশের ২ কর্মী। চন্দনওয়াড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাস। আহতদের এয়ার লিফট করে নিয়ে যাওয়া হয় শ্রীনগরের সেনা হাসপাতালে। 


ITBP-র তরফে জানানো হয়, অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব সামলে ফিরছিলেন জওয়ানরা। ফেরার পথে ঘটে দুর্ঘটনা। ৬ জওয়নারে মৃত্যু হয়। ৩০ জন আহত। যে জওয়ানরা আহত হন, তাঁদের চিকিৎসার জন্য সবরকম সাহায্য করা হবে। 


আরও পড়ুন ; জম্মু কাশ্মীরের অনন্তনাগে নদীতে বাস পড়ে মৃত্যু ৬ ITBP জওয়ানের, আহত বেশ কয়েক জন