অনন্তনাগ : জম্মু-কাশ্মীরের অনন্তনাগে (Anantnag) নদীতে বাস পড়ে মৃত্যু হল ৬ ITBP জওয়ানের। আহত বেশ কয়েক জন। চন্দনওয়াড়ি থেকে বাসে করে পহেলগাম যাচ্ছিলেন ৩৯ জন। ৩৭ জন ITBP জওয়ানের সঙ্গে বাসে ছিলেন জম্মু কাশ্মীর পুলিশের ২ কর্মী। চন্দনওয়াড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাস। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। আহতদের এয়ার লিফট করে নিয়ে যাওয়া হয়েছে শ্রীনগরের সেনা হাসপাতালে (SreeNagar Army Hospital)। 


ITBP-র তরফে জানানো হয়েছে, অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব সামলে ফিরছিলেন জওয়ানরা। ফেরার পথে ঘটে দুর্ঘটনা। ৬ জওয়নারে মৃত্যু হয়েছে। ৩০ জন আহত। যে জওয়ানরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য সবরকম সাহায্য করা হবে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নেমে এসেছে শোকের আবহ। 






মর্মান্তিক এই দুর্ঘটনার পরে শোকপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি জানান, 'চন্দনওয়াড়িতে বাস দুর্ঘটনায় মর্মান্তিকভাবে বীর জওয়ানদের মৃত্যুতে শোকাহত। নিহত জওয়ানদের পরিবারকে সমবেদনা জানাতে চাই। সঙ্গে প্রত্যাশা রাখি যে জওয়ানরা আহত হয়েছেন, তাঁরা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।'



গত মে মাসেই এরকম দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনা ঘটেছিল লাদাখে। দুর্ঘটনার কবলে ভারতীয় সেনা। লাদাখে শায়ক (Shyok) নদীতে পড়ে যায় সেনাকর্মীদের নিয়ে যাওয়া একটি গাড়ি। দুর্ঘটনায় অন্তত সাত জন সেনাকর্মীর মৃত্যু হয়। লাদাখের তুরতুক (turtuk) সেক্টরে এই দুর্ঘটনাটি ঘটে। ২৬জন সেনাকর্মীকে নিয়ে একটি গাড়ি যাচ্ছিল। পারতাপুর (Partapur) ট্রানসিট ক্যাম্প (Transit Camp) থেকে সাব সেক্টর হানিফের (Sub Sector Hanif) একটি ফরোয়ার্ড সেন্টারে যাচ্ছিল গাড়িটি। শুক্রবার সকাল ৯টা নাগাদ, থোইসা (Thoisa) থেকে ২৫ কিলোমিটার দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশে শায়ক নদীতে (Shyok River) পড়ে যায় গাড়িটি। 


 


আরও পড়ুন- মোদির কথায় একসারিতে নেতাজি, সাভারকর, 'ইতিহাসকে বিকৃত করার চেষ্টা' সমালোচনা ইতিহাসবিদদের