নয়াদিল্লি: গঠিত হল ১৬তম অর্থ কমিশন (16th Finance Commission)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এই কমিশন আগামীদিনে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কীভাবে রাজস্ব ভাগাভাগি হবে, সেই বিষয়টি নির্ধারণ করবে। কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে, অরবিন্দ পানাগরিয়াকে। তিনি এর আগে নীতি আয়োগের (NITI Aayog) ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিশনের বাকি সদস্যদের নাম পরে প্রকাশ করা হবে। 


৩১ ডিসেম্বর এই নির্দেশিকা প্রকাশিত হয়েছে। ১৬তম অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগরিয়া (Arvind Panagariya) কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। 


২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত নীতি আয়োগের প্রথম ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন অরবিন্দ পানাগরিয়া। ওই পদ মন্ত্রীর সমতুল্য। ওই সময়ের মধ্যেই আরও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন অরবিন্দ পানাগরিয়া। ANI সূত্রের খবর,  India G20 Sherpa হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৫ সালে তুরস্ক, ২০১৬ সালের চিন, ২০১৭ সালে জার্মানিতে জি-২০ সংক্রান্ত আলোচনায় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।


 






এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদের দায়িত্বও সামলেছেন তিনি। ১৯৭৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। এই সময়ের মধ্যেই বিশ্ব ব্যাঙ্ক, IMF, UNCTAD-এ নানাবিধ দায়িত্ব সামলেছেন অরবিন্দ পানাগরিয়া।


ANI সূত্রের খবর, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, অর্থমন্ত্রকে কর্মরত ঋত্বিক রনজানম পান্ডে অর্থ কমিশনের সেক্রেটারির ভূমিকায় কাজ করবেন। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থ কমিশনের রিপোর্ট জমা দেওয়ার তারিখ ২০২৫ সালের ৩১ অক্টোবর। 



সংবিধানের ২৮০ নম্বর আর্টিকলের অধীনে ভারতের রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় অর্থ কমিশন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব ভাগাভাগি কীভাবে হবে তা নিয়ে পরামর্শ দেয় এই অর্থ কমিশন। ১৯৫১ সালের ফিন্যান্স কমিশন অ্যাক্ট এবং ১৯৫২ সালের ফিন্যান্স কমিশন রুলস অনুযায়ী বিশেষ শর্তপূরণের মাধ্যমে অর্থ কমিশনের চেয়ারম্যানকে বেছে নেওয়া হয়। এছাড়া কমিশনের আরও চার সদস্যকেও বেছে নেওয়া হয়। কোনও হাইকোর্টের বিচারপতি বা বিচারপতি হিসেবে কাজ করেছেন অথবা অর্থনীতি-সরকারি হিসেব নিয়ে গভীর জ্ঞান রয়েছেন অথবা প্রশাসন ও অর্থনীতি নিয়ে গভীর জ্ঞান রয়েছে অথবা অর্থনীতির বিষয়ে বিশেষ জ্ঞান রয়েছে এমন ব্যক্তিদের বেছে নেওয়া হয়। 


আরও পড়ুন: রামমন্দিরে যেতে চান? খরচ দেবেন শুভেন্দু! কতজনকে নিয়ে যাবেন?