কলকাতা: যাঁরা অযোধ্যায় রাম মন্দিরে (Ram Mandir) যেতে চান, কিন্তু যাওয়ার মতো সামর্থ্য নেই। নন্দীগ্রামের এমন বাসিন্দাদের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। কীভাবে সাহায্য করবেন, তার ঘোষণাও করেছেন তিনি। ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন হবে। তারপর থেকে  প্রতি মাসে নন্দীগ্রাম থেকে ১০০ জনের অযোধ্যায় যাওয়া-আসার ব্যবস্থা করবেন- এমনটাই আশ্বাস বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক শুভেন্দু অধিকারীর।


কী বলেছেন শুভেন্দু:
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আশ্বাস, 'আমার পক্ষ থেকে প্রতি মাসে ১০০ জন করে অযোধ্য়ার রাম মন্দির দর্শন কর্মসূচির অধীনে নিয়ে যাওয়া হবে। এই জানুয়ারি মাস থেকে ২২ তারিখের পর থেকে নন্দীগ্রামে শুরু হবে।'


২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। রাম মন্দির উদ্বোধন নিয়ে ঘরে ঘরে গিয়ে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আগামী লোকসভা ভোটের আগে রামমন্দিরের আবেগকে কাজে লাগিয়ে জনসংযোগ কর্মসূচি নিয়েছে বিজেপি। সেই আবহেই, এবার নিজের বিধানসভা কেন্দ্র, নন্দীগ্রামের বাসিন্দাদের একাংশকে নিখরচায় সেখানে নিয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'রামমন্দির উদ্বোধনের পরে ভারত সরকার ৭০০ ট্রেনের ব্যবস্থা করেছে গোটা ভারতবর্ষে। যে ট্রেনে টিকিট কেটে যেতে হবে। আমি আমার নন্দীগ্রামের যারা ট্রেনের টিকিট কেটে যেতে পারবেন না এমন ভক্তদের প্রতি মাসে ১০০ জন করে আমি যাতায়াতের ব্য়বস্থা করে দেব।'


শুভেন্দু অধিকারীর এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল (TMC)। রাজ্য়ের শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, 'ওর বাড়িতে গিয়ে সিবিআই ইডি তল্লাশি করবে না কেন? আজকে ওর বাড়িতে তল্লাশি চালালে, সাড়ে ৩০০ কোটি টাকা উদ্ধার হবে। এত মানুষকে নিয়ে যাবে, এত টাকা কোথা থেকে আসবে। ইডি জানতে চাইবে না? ৫-৬ কোটি টাকা নিয়েছিল সুদীপ্ত সেনের থেকে।'


তৃণমূল-বিজেপিকে একসারিতে রেখে নিশানা করেছে বাম ও কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, 'পয়সা আছে নিয়ে যাবে। ট্রলারে নিয়ে যেতে পারবে, প্লেনে নিয়ে যেতে পারবে। সড়কপথে নিয়ে যেতে পারবে। যেমন খুশি নিয়ে যাবে।'


বিশ্ব হিন্দু পরিষদের তরফেও সাধারণ মানুষকে রাম মন্দির দর্শনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে জানুয়ারির তৃতীয় সপ্তাহে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে ক্রমশ সেজে উঠছে অযোধ্যা (Ayodhya Ram Mandir)। 


আরও পড়ুন: নজরে লোকসভা ভোট, জনসংযোগ করতে তীরন্দাজি প্রতিযোগিতার সূচনা দিলীপ ঘোষের