নয়াদিল্লি: বর্ষবরণে উৎসবমুখর গোটা দেশ। উৎসবের আমেজ গাঁধী পরিবারেও। বিশেষ করে পেটপুজোর উপর জোর দিচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। মা সনিয়া গাঁধীর সঙ্গে মিলে বানালেন কমলালেবুর মোরব্বা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও সামনে আসতেই ভাইরাল। রাজনীতি পেশা হলেও রান্নাঘরে প্রায়শই দেখা যায় রাহুলকে। বর্ষবরণ উপলক্ষেও সেই হেঁশেলে দেখা গেল তাঁকে। মায়ের জন্য বিশেষ খাবার বানালেন। (Rahul Gandhi Cooking)
রবিবারই চলতি বছরের শেষ দিন। রাত ১২টার পরই ২০২৪ সালের সূচনা। বর্ষবরণ উপলক্ষে তাই মাতোয়ারা গোটা দেশ। এমন দিনে বাড়িতে মাকে রান্নায় সাহায্য করতে দেখা গেল রাহুলকে। গাছ থেকে কমলালেবু পেড়ে, তা দিয়ে বানালেন মোরব্বা এবং জ্যাম। রবিবার কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়, তাতে বাগান থেকে কমলালেবু পাড়তে দেখা যায় রাহুল এবং সনিয়াকে। সনিয়া জানান, প্রিয়ঙ্কার রেসিপি অনুসরণ করে জ্যাম এবং মোরব্বা বানাবেন তাঁরা। এর পর ঝুড়িতে চাপিয়ে লেবু রান্নাঘরে নিয়ে আসেন তাঁরা। তার পর শুরু হয় কাটা-ধোয়ার পর্ব। (Viral Video)
অ্যালুমিনিয়ামের ডেকচিতে রাহুলই খুন্তি চালান। রান্নার ফাঁকে জানান, কমলালেবুর জ্যাম অত্যন্ত পছন্দের খাবার সনিয়ার। ভিডিওটি পোস্ট করে কংগ্রেস লেখে, ‘গাছ থেকে লেবু পেড়ে, ছাড়িয়ে জ্যাম বানালেন সনিয়া এবং রাহুলজি। তার ফাঁকে স্মৃতিচারণও চলল। বাড়িতেই বানালেন কমলালেবুর মোরব্বা’। ভিডিওটি সামনে আসার সঙ্গে সঙ্গেই প্রায় ভাইরাল হয়ে যায়। রান্নার হাত দেখে রাহুলের প্রশংসাও করেন অনেকে।
সনিয়া জানান, ভারতীয় খাবারের সঙ্গে পরিচিতি ঘটে কয়েক দশক আগে। ভারতীয় রান্নার সঙ্গে মানিয়ে নিতে সময়ও লেগেছিল বেশ খানিকটা। বিশেষ করে লঙ্কা খেতে সমস্যা হতো তাঁর। তবে সময়ের সঙ্গে সব কিছু সহজ হয়ে যায়। এখন অড়হর ডাল আর ভাত না হলে চলে না তাঁর। বিজেপি চাইলে, তাদেরও নিজের রান্না করা জ্যাম খাওয়াতে পারেন বলে জানান রাহুল। সনিয়াকে সেকথা জানাতেই সনিয়া বলেন, "আমাদের গায়েই ছুড়ে দেবে।" সম্মতি জানান রাহুলও। কিন্তু পরে তুলেও তো নেওয়া যেতে পারে! জানান রাহুল।
রান্নাঘরে যদিও এই প্রথম ঢুকলেন না রাহুল। এর আগে, ‘ভারত জোড়ো যাত্রা’র সময় হেঁশেলে দেখা গিয়েছিল তাঁকে। স্বর্ণমন্দিরের লঙ্গরখানাতেও পরে হাজির হন। তবে সবচেয়ে জনপ্রিয় হয়, রাষ্ট্রীয় জনতা দলের নেতা, প্রবীণ রাজনীতিক লালুপ্রসাদ যাদবের সঙ্গে চম্পারণ মাটন বানানোর ভিডিওটি। লালুর রেসিপি অনুসরণ করে, তাঁর সামনেই মাংস ম্যারিনেট করা থেকে রান্নার পর্ব সামলান রাহুল। আবারও হেঁশেলে দেখা গেল তাঁকে।