কলকাতা: গ্রাহকের টাকা আর ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে এমন ১৭টি অ্যাপ সরিয়ে দিল গুগল। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপগুলি সরিয়ে দেওয়া হয়েছে। এগুলি এসএমএস আর কনট্যাক্ট লিস্টও হাতিয়ে নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমেরিকার ক্যালিফোর্নিয়ার তথ্যপ্রযুক্তি নিরাপত্তা সংক্রান্ত সংস্থা জিসক্যালার এই ১৭টি অ্যাপের গতিপ্রকৃতি নজর রাখছিল। তারাই জানিয়েছে, এই অ্যাপগুলিতে জোকার ম্যালওয়ার রয়েছে, বারবার কোড পাল্টে গুগল প্লে স্টোরে ফিরে আসে তারা। ১২০,০০০ বার এগুলি ডাউনলোড হয়েছে, তাই আপনিও যদি এগুলি ডাউনলোড করে থাকেন, এক্ষুণি উড়িয়ে দিন।

জিসক্যালার বলেছে, জোকার অন্যতম কুখ্যাত একটি ম্যালওয়ার যা  অ্যান্ড্রয়েড ফোনকে টার্গেট করে। এই ম্যালওয়ার সম্পর্কে গুগলকে জানানো হলেও তারা বারবার কোড বা টেকনিক পাল্টে গুগলের অফিশিয়াল অ্যাপ্লিকেশন মার্কেটে ফিরে আসে। এটি একটি স্পাইওয়ার, এর কাজ এসএমএস, কনট্যাক্ট লিস্ট ও ডিভাইস সংক্রান্ত অন্যান্য তথ্য চুরি করা, পাশাপাশি গ্রাহকের ওয়ারলেস অ্যাপ্লিকেশন প্রটোকল সার্ভিসেসেও গোপনে সাইন আপ করে এটি।

দেখে নিন ১৭টি অ্যাপের তালিকা

  • অল গুড পিডিএফ স্ক্যানার

  • মিন্ট লিফ মেসেজ- ইওর প্রাইভেট মেসেজ

  • ইউনিক কিবোর্ড- ফ্যান্সি ফন্টস অ্যান্ড ফ্রি ইমোটিকনস

  • ট্যানগ্রাম অ্যাপ লক

  • ডিরেক্ট মেসেঞ্জার

  • প্রাইভেট এসএমএস

  • ওয়ান সেনটেন্স ট্রান্সলেটর- মাল্টিফাংশনাল ট্রান্সলেটর

  • স্টাইল ফোটো কোলাজ

  • মেটিকিউলাস স্ক্যানার

  • ডিজায়ার ট্রান্সলেট

  • ট্যালেন্ট ফোটো এডিটর- ব্লার ফোকাস

  • কেয়ার মেসেজ

  • পার্ট মেসেজ

  • পেপার ডক স্ক্যানার

  • ব্লু স্ক্যানার

  • হামিংবার্ড পিডিএফ কনভার্টার- ফোটো টু পিডিএফ

  • অল গুড পিডিএফ স্ক্যানার


কোও অ্যাপ অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করলে সব সময় অ্যাপ পেজে গিয়ে কমেন্ট, রিভিউ পড়ে নিন। এসএমএস, কল লগস, কনট্যাক্সস ইত্যাদি সংক্রান্ত অনুমতি দেওয়ার সময় ঝুঁকির কথা বলা হলে আর সেগুলি ডাউনলোড করবেন না। তা না হলে হ্যাকারদের খপ্পরে পড়ে যাওয়ার আশঙ্কা থাকছে।