নয়াদিল্লি: ইএমআই স্থগিত মামলায় সাধারণের জন্য সুখবর। সুদের ওপর সুদ দিতে হবে না লকডাউনে রিজার্ভ ব্যাঙ্কের মোরাটোরিয়ামের সুযোগ নেওয়া গ্রাহকদের। স্বস্তির খবর শুনিয়েছে কেন্দ্র।
শনিবার সুপ্রিম কোর্টে অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সুদের বোঝা বহন করবে কেন্দ্রীয় সরকারই। ফলে, গ্রাহককে যেমন সুদের ওপর সুদ দিতে হবে না, তেমনই কোনও ক্ষতি হবে না ব্যাঙ্কেরও।
এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে উপকৃত হবেন, বাড়ি-গাড়ির ঋণ, শিক্ষা ঋণ, ব্যক্তিগত ঋণ গ্রহীতারা। ক্রেডট কার্ডের বিল দেওয়া স্থগিত রেখেছেন যাঁরা, উপকৃত হবেন তাঁরাও।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনে, লকডাউনের মধ্যে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ৩ থেকে ৬ মাসের জন্য EMI স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে একাধিক ব্যাঙ্ক।
প্রাথমিকভাবে সাধারণের জন্য স্বস্তির খবর বলে মনে হলেও পরে, অর্থনীতিবিদরা বলেন, গাড়ি-বাড়ির ঋণে তিন মাস ইএমআই স্থগিত রাখলে পরে গুণতে হবে বাড়তি সুদ। দিতে হবে বেশ কয়েকটা বাড়তি ইএমআই।
তারপরই দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। করোনা-আবহে ঋণের ইএমআই স্থগিত নিয়ে কেন্দ্রকে অবস্থান স্পষ্ট করতে বলে সর্বোচ্চ আদালত। সুদের ওপর সুদ নেওয়া কতখানি যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।
সেই মামলার প্রেক্ষিতেই এদিন আদালতে হলফনামা দেয় কেন্দ্র।
করোনাকালে ৬ মাসের জন্য ২ কোটি টাকা পর্যন্ত ঋণের ইএমআই-এ লাগবে না বাড়তি সুদ, সিদ্ধান্ত মোদি সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Oct 2020 12:38 AM (IST)
উপকৃত ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে গাড়ি-বাড়ির ঋণ গ্রহীতারা...
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -