মুম্বই: ১৮ দিনের এক সদ্যোজাতর কাছে হার মানতে হল করোনাভাইরাসকে। বৃহস্পতিবার মুম্বইয়ের পওয়াইয়ে হীরানন্দানী হাসপাতাল থেকে ছাড়া পেল ওই শিশুকন্যা।
চিকিৎসকরা জানান, গত ১০ মে শহরের একটি নার্সিং হোমে জন্মগ্রহণ করে শিশুটি। কিন্তু, জন্মের তিন-ঘণ্টার মধ্যেই তাঁর তীব্র জ্বর আসে। সেখান থেকে শিশুকে স্থানান্তরিত করা হয় একটি হাসপাতালে। পরীক্ষায় মা কোভিড নেগেটিভ প্রমাণিত হলেও দেখা যায় শিশুটি কোভিড-১৯ পজিটিভ।
১২ তারিখ, শিশুকন্যাটিতকে ফের হীরানন্দানী হাসপাতাল পাঠানো হয়। কারণে, সেখানে করোনা রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিশেষ ব্যবস্থা রয়েছে। ভর্তির সময় সদ্যজাতের জ্বর ও শ্বাসজনিত সমস্যা ছিল।
চিকিৎসকরা তাকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখেন। চিকিৎসার পর এদিন শিশুটি করোনা নেগেটিভ হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
ওই হাসপাতালের এক চিকিৎসক জানান, তাঁরা সেখানে ১৪ জন করোনা পজিটিভ প্রসূতির প্রসব করিয়েছেন। প্রতিক্ষেত্রেই শিশুরা করোনা নেগেটিভ ছিল। এমনকী, জন্মের পর শিশুদের স্বাভাবিক স্তন্যপানও করানো হয়।