খার্তুম: সুদানে সেরামিক কারখানায় এলপিজি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ১৮ ভারতীয় সহ ২৩ জন নিহত হয়েছেন, জখম মানুষের সংখ্যা ১৩০-এর বেশি। সুদানের রাজধানী খার্তুমের ভারতীয় দূতাবাস সূত্রে খবর, সেখানকার বাহরি এলাকায় সিলা সেরামিক ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণের পর ১৬ ভারতীয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। সর্বশেষ খবর অনুসারে, ১৮ জনের মৃত্যু হয়েছে, যদিও সরকারি ভাবে এর সমর্থন মেলেনি বলে দূতাবাস প্রচারিত এক বিবৃতিতে জানা গিয়েছে। তাতে আরও বলা হয়েছে, নিখোঁজদের কেউ কেউ হয়তো নিহতদের মধ্যে আছেন। তবে দেহগুলি আগুনে সম্পূর্ণ দগ্ধ হয়ে যাওয়ার ফলে শনাক্ত করা যাচ্ছে না।
হাসপাতালে ভর্তি, নিখোঁজ বা মর্মান্তিক পরিণতির হাত থেকে বেঁচে যাওয়া ভারতীয়দের তালিকা প্রকাশ করেছে দূতাবাস। তাদের দেওয়া তথ্য অনুসারে সাত ভারতীয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের চারজনের অবস্থা সঙ্কটজনক। রক্ষা পাওয়া ৩৪ জন ভারতীয়কে সালুমি সেরামিকস ফ্যাক্টরি আবাসে রাখার বন্দোবস্ত করা হয়েছে।
সুদান সরকারকে উদ্ধৃত করে বেরনো রিপোর্টে বলা হয়েছে, ঘটনাস্থলে প্রয়োজনীয় নিরাপত্তামূলক বিধিব্যবস্থা, সরঞ্জাম ছিল না। সরকার বলেছে, দাহ্য পদার্থও সেখানে অগোছালো ভাবে রাখা হয়েছিল, যার ফলে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবর।
সুদানে সেরামিক কারখানায় বিস্ফোরণে আগুন, নিহত ১৮ ভারতীয়, জখম শতাধিক
Web Desk, ABP Ananda
Updated at:
04 Dec 2019 06:14 PM (IST)
হাসপাতালে ভর্তি, নিখোঁজ বা মর্মান্তিক পরিণতির হাত থেকে বেঁচে যাওয়া ভারতীয়দের তালিকা প্রকাশ করেছে দূতাবাস। তাদের দেওয়া তথ্য অনুসারে সাত ভারতীয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের চারজনের অবস্থা সঙ্কটজনক।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -