নয়াদিল্লি: এক মহিলাকে গুলি করে খুন করে আত্মঘাতী হলেন পেশায় চিকিৎসক এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিনী এলাকায়। যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তিনি খুন করেন, সেটি তাঁর লাইসেন্সড রিভলভার।
রোহিনীর ডেপুটি কমিশনার অফ পুলিশ জানান, মৃত ডাক্তার রোহিনীর এক হাসপাতালের জেনারেল ফিজিশিয়ান। মৃতা ওই মহিলা এক নার্সিংহোমের ম্যানেজিং ডিরেক্টর। যে হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন ওই চিকিৎসক, মৃতা সেই হাসপাতালেরই সংযুক্ত এক নার্সিংহোমের এমডি।
পুলিশের দাবি, তাঁদের দুজনের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। ওই মহিলা ডাক্তারকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। সেই নিয়েই দুজনের মধ্যে বচসা বাঁধে। সেই নিয়ে রাগারাগি করে গুলি চালিয়ে দেন ডাক্তার।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মৃত ডাক্তারের দুই সন্তান আছে। তাঁর ছেলে ও মেয়ে দুজনেই পেশায় ডাক্তার।
বুধবার সকালে এক পথচারী গাড়ির মধ্যে দুটি দেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেন। গাড়ির দরজা ভিতর থেকে বন্ধ থাকায় দরজা ভাঙতে হয় পুলিশকে।
পুলিশ সূত্রে খবর, মহিলার বুকে গুলি করা হয়। তারপর ওই চিকিৎসক নিজের মাথায় গুলি করেন।