দোলের রাতে মত্ত অবস্থায় বচসা, 'পড়ে গিয়ে ফুটপাথের টাইলসে গলা কেটে মৃত্যু', গ্রেফতার ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Mar 2020 08:33 AM (IST)
পুলিশের দাবি, সোমবার শোভাবাজারে মত্ত অবস্থায় প্রতিবেশীদের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কির পর পড়ে গিয়ে মৃত্যু হয় যুবকের।
কলকাতা: দোলের রাতে শোভাবাজারে যুবকের মৃত্যু। গ্রেফতার করা হল দুই অভিযুক্তকে। পুলিশের দাবি, সোমবার শোভাবাজারে মত্ত অবস্থায় প্রতিবেশীদের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কির পর পড়ে গিয়ে মৃত্যু হয় যুবকের। বছর পঁয়ত্রিশের মৃত যুবকের নাম প্রমোদ সাউ। অভিযোগ, গতকাল রাতে নিজেদের মধ্যে বচসায় জড়ায় দুই যুবক অভিষেক গুপ্ত ও জীবন দেবনাথ। প্রমোদ সেখানে উপস্থিত হওয়ায়, বিবাদ চরমে ওঠে। ধাক্কাধাক্কিতে ফুটপাথের ওপর পড়ে যান প্রমোদ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফুটপাথের টাইলসে গলা কেটেই মৃত্যু, দাবি পুলিশের। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বড়তলা থানার পুলিশ। খুনের ঘটনায় নাম জড়িয়েছে শাসকদলের। স্থানীয়রা অভিযুক্তদের শাসক-ঘনিষ্ঠ বলে দাবি করলেও, অস্বীকার স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। 'ওরা দুষ্কৃতী, অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত, দলের সঙ্গে সম্পর্ক নেই', দাবি ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের।