বীরভূম: দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত বীরভূমের দুই বিজেপি নেতা। জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল ও প্রাক্তন সম্পাদক পলাশ মিত্রর বিরুদ্ধে দলবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ উঠছিল। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় দলের ওই জেলা নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিজেপি। কালোসোনা মণ্ডলকে তিনবছর ও পলাশ মিত্রকে চার বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। বনবাসে পাঠানোর মতলব, পাল্টা দলীয় নেতৃত্বকেই দায়ী করলেন বহিষ্কৃত কালোসোনা মণ্ডল। আরেক বহিষ্কৃত বিজেপি নেতার প্রতিক্রিয়া এখনও মেলেনি।
দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত বীরভূমের দুই বিজেপি নেতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jul 2020 12:57 PM (IST)
অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কালোসোনা মণ্ডল ও পলাশ মিত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -