নিউ ইয়র্ক: অ্যাস্ট্রাজেনেকার মত মডার্না ফার্মাও পৌঁছে গেল করোনা টিকা তৈরির শেষ ধাপে। আমেরিকায় ৩০,০০০ স্বেচ্ছাসেবীর ওপর টিকার চূড়ান্ত পরীক্ষা শুরু করেছে তারা। ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের সঙ্গে হাত মিলিয়ে মডার্না শুরু করেছে এই পরীক্ষা।
মডার্নার এই টিকা তৈরি হয়েছে ল্যাবরেটরিরে কৃত্রিমভাবে তৈরি এমআরএনএ দিয়ে। এমআরএনএ হল একটি জেনেটিক কোড, যার নির্দেশে কোষগুলি প্রোটিন তৈরি করে। এই প্রোটিন করোনা জীবাণুর প্রোটিনের মত দেখতে, করোনা জীবাণুর বিরুদ্ধে শরীরে প্রতিরোধী ক্ষমতা তৈরি করছে তারা। গবেষকরা এই মডার্না টিকার উপযোগিতা খতিয়ে দেখতে চান, তাই ৩০,০০০ স্বেচ্ছাসেবীর মধ্যে একাংশের শরীরে এই টিকা প্রয়োগ করা হচ্ছে, অন্যদের শরীরে প্রয়োগ করা হচ্ছে নিষ্ক্রিয় একটি ওষুধ। দুটি ডোজ দেওয়ার পর তাঁরা দেখবেন, কাদের শরীরে কী পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিল।
ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অ্যাস্ট্রাজেনেকা ওষুধ সংস্থার সঙ্গে হাত মিলিয়ে তাদের তৈরি করোনা টিকার চূড়ান্ত ট্রায়াল করছে। ব্রাজিলে এখন চলছে এই টিকা পরীক্ষা। ভারতেও সেরাম ইনস্টিটিউট শীঘ্র এই টিকা পরীক্ষা শুরু করবে। আশা করা যাচ্ছে, এ বছরের শেষেই বাজারে চলে আসবে অক্সফোর্ডের করোনা টিকা, মডার্নার টিকার আগেই।
আমেরিকায় ৩০,০০০ স্বেচ্ছাসেবীর ওপর শুরু হল মডার্না করোনা টিকার চূড়ান্ত পরীক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jul 2020 10:12 AM (IST)
আশা করা যাচ্ছে, এ বছরের শেষেই বাজারে চলে আসবে অক্সফোর্ডের করোনা টিকা, মডার্নার টিকার আগেই।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -