নয়াদিল্লি: প্রায় সারা দেশে নোভেল করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় আতঙ্ক, আশঙ্কা-ভীতি বাড়ছে। তবে তার মধ্যেই আশার খবর এল পঞ্জাব থেকে। সেখানে পাতিয়ালার রাজিন্দর হাসপাতালের দুই করোনা পজিটিভ হওয়া নার্স পরীক্ষা দিতে বসলেন। তাঁরা আইসোলেশন ওয়ার্ড থেকেই পরীক্ষায় বসার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন, যা মঞ্জুর করা হয়। পঞ্জাবে এখনও পর্যন্ত ৪২৩৫টি করোনা সংক্রমণের খবর এসেছে, মৃত্যুর সংখ্যা ১০১। কিন্তু তাতে ভীতি, উদ্বেগে সিঁটিয়ে না গিয়ে ওই দুই নার্স এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যার প্রশংসা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। ছবিতে দেখা যাচ্ছে, অনেকটা দূরত্ব বজায় রেখেই উত্তরপত্রে লিখছেন দুজনে।
তিনি ট্যুইট করেছেন, রাজিন্দর হাসপাতালের দুই তরুণী নার্সের জেদকে স্যালুট করছি,যাঁরা টেস্টে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। করোনা হওয়া সত্ত্বেও তাঁরা হতাশায় দমে যাননি, ভেঙে পড়েননি। সরকার ওঁদের আইসোলেশন ওয়ার্ড থেকেই পরীক্ষায় বসার আবেদনে সম্মতি দিয়েছে।
পঞ্জাবে আপাতত সুস্থ হয়ে ওঠা করোনাভাইরাস সংক্রামিতের সংখ্যা ২৮২৫। কোয়ারান্টিন করা হয়েছে ২১৩০০ জনকে।