পুলওয়ামায় ফের সংঘর্ষ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে খতম ২ জঙ্গি, শহিদ ১ সিআরপি জওয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Jun 2020 10:59 AM (IST)
কাশ্মীর জোনের পুলিশের আইজি বিজয় কুমার বলেছেন, সংঘর্ষ এখনও চলছে।
পুলওয়ামা: আজ ভোরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে ২ জঙ্গি খতম হয়েছে। সিআরপিএফের ১ জওয়ানও প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র, গুলিবারুদ। পুলওয়ামার বান্দজু এলাকায় ঘটেছে এই ঘটনা। সেনার ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস ও ১৮২ সিআরপিএফ বান্দজু এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। সে সময় গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এতে গুরুতর আহত হন সিআরপিএফের এক হেড কনস্টেবল। পরে তাঁর মৃত্যু হয়। এরপরই গুলি চালাতে শুরু করে বাহিনী। কাশ্মীর জোনের পুলিশের আইজি বিজয় কুমার বলেছেন, সংঘর্ষ এখনও চলছে। ২ জন অজ্ঞাতপরিচয় জঙ্গির দেহ উদ্ধার করেছেন তাঁরা।