দক্ষিণেশ্বর: দক্ষিণেশ্বর স্টেশন থেকে আন্তর্জাতিক সোনা পাচার চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে ৬৫ লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দক্ষিণেশ্বর স্টেশনে হানা দেয় রেল পুলিশের একটি দল। হাতেনাতে ধরে ফেলে ভিন্ রাজ্যের দুই বাসিন্দাকে। রেল পুলিশের দাবি, বাংলাদেশ থেকে চোরাই সোনা নিয়ে ত্রিপুরা হয়ে ভারতে ঢোকে দলটি। এরপর অসম ঘুরে এ রাজ্যে আসে। চোরাই সোনা কলকাতায় এসে গড়িয়ায় কারও কাছে বিক্রি করে ওই ২ জন নগদ টাকা নিয়ে ফিরে যাচ্ছিল ত্রিপুরায়। উত্তরবঙ্গগামী ট্রেনে ওঠার আগে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এই চক্রে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।
দক্ষিণেশ্বর থেকে গ্রেফতার সোনা চক্রের ২ পাণ্ডা, উদ্ধার ৬৫ লক্ষ ২৬ হাজার টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Mar 2020 01:12 PM (IST)
রেল পুলিশের দাবি, বাংলাদেশ থেকে চোরাই সোনা নিয়ে ত্রিপুরা হয়ে ভারতে ঢোকে দলটি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -