জম্মু: সীমান্তে পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত রয়েছে। শুক্রবার রাজৌরির সুন্দরবনি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিচালনায় ২ জন ভারতীয় সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ (প্রতিরক্ষা, জনসংযোগ অফিসার) জানিয়েছেন, পাক গুলিচালনায় মারাত্মক জখম হয়েছেন প্রেম বাহাদুর খাতরি ও সুখবীর সিংহ নামে দুই জওয়ান। পরে তাঁরা মারা যান। সেনার তরফে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী বিনা প্ররোচনায় ২৭ নভেম্বর রাজৌরির সুন্দরবনি সেক্টরে নিয়ন্ত্রণরেখায় গুলিগোলা চালায়।সঙ্গে সঙ্গে শত্রুপক্ষের হামলার জবাব দেন আমাদের জওয়ানরাও। গুলির লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর দুজন জওয়ান মারাত্মক জখম হন। পরে তাঁরা শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন। গতকাল রাতে পুঞ্চেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনী। তাদের গুলিতে নিহত হন ভারতীয় সেনাবাহিনীর সুবেদার স্বতন্ত্র সিংহ।
গতকাল শ্রীনগরের উপকন্ঠে পারিমপোরায় সেনার কুইক রিঅ্যাকশন টিমের (কিউআরটি)ওপর সন্ত্রাসবাদীরা নির্বিচার হামলা চালায়। দুই জওয়ান প্রাণ হারান। সেনা সূত্রের খবর, ভ্যানে চেপে আসা ২-৩ জন সন্ত্রাসবাদী পারিমপোরার খুশিপোরায় জনবহুল এলাকায় গুলিবর্ষণ করে। জখম দুই সেনা জওয়ানকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী শরিফাবাদ ক্যাম্পের চিকিত্সা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁরা মারা যান।
সংঘর্ষবিরতি ভেঙে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি হামলা অব্য়াহত, রাজৌরিতে নিহত ২ জওয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Nov 2020 02:33 PM (IST)
লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ (প্রতিরক্ষা, জনসংযোগ অফিসার) জানিয়েছেন, পাক গুলিচালনায় মারাত্মক জখম হয়েছেন প্রেম বাহাদুর খাতরি ও সুখবীর সিংহ নামে দুই জওয়ান। পরে তাঁরা মারা যান।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -