ট্রেন্ডিং

ধর্মঘটের মাধ্যমে কোনও সমস্যার সমাধান হয় না। আজকের দিনে বনধ্, ধর্মঘট এইসব আন্দোলনের কর্মসূচি হিসেবে সম্পূর্ণ অচল

সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাট; আজও বাতিল একাধিক ট্রেন, ভোগান্তি বাড়ছে যাত্রীদের

মাথার দাম ছিল ১ কোটি টাকা, এনকাউন্টারে শীর্ষ নেতা-সহ খতম ৩০ মাওবাদী

সন্ধেয় পোটলা খুললে দ্বিগুণ হয়ে যাবে সোনার গয়না ! সাধুর বেশে গিয়ে লুঠ; দক্ষিণেশ্বরে গোপন ঘাঁটিতে পৌঁছল পুলিশ

আজও থানায় তলব করা হয়েছে চাকরিহারা শিক্ষকদের, হাজিরা না দিলে গ্রফতারি হুঁশিয়ারি
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বিজেপি দফতরে চাকরিহারা শিক্ষকরা
অনুপ্রবেশের চেষ্টা, পাকিস্তানের পেতে রাখা মাইনে পা দিয়ে রাজৌরিতে নিহত ২ লস্কর জঙ্গি, জখম ১
মুখপাত্রটি বলেন, বর্ষার সময় এই মাইনগুলি ওজনে হাল্কা হওয়ার ফলে জায়গা থেকে সরে যায়। সম্ভবত অনুপ্রবেশকারীদের পা এরকমই কোনও মাইনে পড়ে গিয়েছিল। ভারতীয় জওয়ানরা পরে দেখতে পান, ওদের দেহগুলি ওপারের জমিতে পড়ে আছে।
Continues below advertisement

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশের চেষ্টায় নিহত হল দুই পাকিস্তানি লস্কর-ই-তৈবা জঙ্গি। পাকিস্তান তার এলাকায় অ্যান্টি-পার্সনাল মাইন পেতে রেখেছিল, সন্দেহভাজন সন্ত্রাসবাদীরা ভারতীয় ভূখণ্ডে ঢুকতে পারেনি বলে জানিয়েছেন প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ। তিনি বলেছেন, সোমবার রাত ১১টা নাগাদ তিন অনুপ্রবেশকারী নৌসেরা সেক্টরে কালাল এলাকার উল্টোদিকে আমাদের ভূখণ্ডে পা রাখার চেষ্টা করে। তাদের একজন ল্যান্ডমাইনে পা দিয়ে ফেলে। বিস্ফোরণে দুজন প্রাণ হারায়। তৃতীয়জন জখম হয়। আহত অবস্থায় সে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পালিয়ে যায় বলে খবর।
মুখপাত্রটি বলেন, বর্ষার সময় এই মাইনগুলি ওজনে হাল্কা হওয়ার ফলে জায়গা থেকে সরে যায়। সম্ভবত অনুপ্রবেশকারীদের পা এরকমই কোনও মাইনে পড়ে গিয়েছিল। ভারতীয় জওয়ানরা পরে দেখতে পান, ওদের দেহগুলি ওপারের জমিতে পড়ে আছে।
নিহত জঙ্গিদের একজনকে শনাক্ত করা হয়েছে আবিদ হুসেন নামে। সে পাক অধিকৃত কাশ্মীরের ভাগসার এলাকার নালি গ্রামের জনৈক খাদিম হুসেনের ছেলে।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে