শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশের চেষ্টায় নিহত হল দুই পাকিস্তানি লস্কর-ই-তৈবা জঙ্গি। পাকিস্তান তার এলাকায় অ্যান্টি-পার্সনাল মাইন পেতে রেখেছিল, সন্দেহভাজন সন্ত্রাসবাদীরা ভারতীয় ভূখণ্ডে ঢুকতে পারেনি বলে জানিয়েছেন প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ। তিনি বলেছেন, সোমবার রাত ১১টা নাগাদ তিন অনুপ্রবেশকারী নৌসেরা সেক্টরে কালাল এলাকার উল্টোদিকে আমাদের ভূখণ্ডে পা রাখার চেষ্টা করে। তাদের একজন ল্যান্ডমাইনে পা দিয়ে ফেলে। বিস্ফোরণে দুজন প্রাণ হারায়। তৃতীয়জন জখম হয়। আহত অবস্থায় সে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পালিয়ে যায় বলে খবর।
মুখপাত্রটি বলেন, বর্ষার সময় এই মাইনগুলি ওজনে হাল্কা হওয়ার ফলে জায়গা থেকে সরে যায়। সম্ভবত অনুপ্রবেশকারীদের পা এরকমই কোনও মাইনে পড়ে গিয়েছিল। ভারতীয় জওয়ানরা পরে দেখতে পান, ওদের দেহগুলি ওপারের জমিতে পড়ে আছে।
নিহত জঙ্গিদের একজনকে শনাক্ত করা হয়েছে আবিদ হুসেন নামে। সে পাক অধিকৃত কাশ্মীরের ভাগসার এলাকার নালি গ্রামের জনৈক খাদিম হুসেনের ছেলে।