লখনউ: লকডাউনের মধ্যেই হাতে, ঘাড়ে-গলায় ঘুরির সুতো জড়িয়ে দুর্ঘটনার কবলে দুজন পুলিশকর্মী। গলা, হাত কেটেছে তাদের। রবিবার বিকালে এখানকার পলিটেকনিক ক্রসিংয়ে মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন পুলিশ কনস্টেবল বিশাল সিংহ। আচমকা ঘাড়ে ঘুরির সুতো জড়িয়ে তিনি বাইক থেকে উল্টে পড়ে গেলে কাছেই মোতায়েন পুলিশকর্মীরা ছুটে আসেন, তাঁকে রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যান। স্কুটার চালিয়ে পলিটেকনিক ফ্লাইওভার পেরনোর সময় গলায় ঘুরির সুতো আটকে দুর্ঘটনায় পড়েন এক মহিলা কনস্টেবলও। তাঁর গলায় গভীর ক্ষত হয়। তিনিও নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটার সমেত রাস্তায় উল্টে পড়েন। তবে হেলমেটে তাঁর মাথা বেঁচে যায়। রামমনোহর লোহিয়া হাসপাতালে চিকিত্সাধীন তিনি। তবে অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
লকডাউনের সময় প্রীতি নামে ওই মহিলা কনস্টেবলকে লোহিয়া ফাঁড়িতে ডিসিপির (মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমন) দপ্তরে মোতায়েন করা হয়েছিল।
তাঁর গলায় ক্ষত বন্ধ করতে ডাক্তারদের আটটা সেলাই করতে হয়েছে, তিনি কথা বলতে পারছেন না বলে জানিয়েছেন গাজিপুরের এসএইচও ব্রিজেশ সিংহ। তিনি বলেছেন, ডাক্তাররা জানিয়েছেন, ওর ভয়েসবক্স খারাপ হয়নি। কিন্তু প্রচুর রক্ত বেরিয়ে যাওয়ায় ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। একই জায়গায় এ ধরনের আরও দুটি ঘটনার অভিযোগ আসায় গাজিপুর পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমরা ওই এলাকায় লকডাউনের মধ্যে কারা বাড়ির ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে, আর কারা ঘুড়ির সুতো বিক্রি করে, খোঁজখবক করে তার তালিকা বানাচ্ছি। ঘুড়ি ওড়ানো একটা বিপজ্জনক, প্রাণঘাতী ব্যাপার হয়ে উঠছে। প্রায়ই বিদ্যুত সরবরাহেও এজন্য অসুবিধা হয়। কড়া ব্যবস্থা নেওয়া হবে।
লখনউয়ে লকডাউনের মধ্য়েই ঘুড়ি, গলায় সুতো জড়িয়ে দুর্ঘটনায় ২ পুলিশকর্মী, রক্তপাত, সঙ্কটজনক এক মহিলা কনস্টেবল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Apr 2020 06:19 PM (IST)
তাঁর গলায় ক্ষত বন্ধ করতে ডাক্তারদের আটটা সেলাই করতে হয়েছে, তিনি কথা বলতে পারছেন না বলে জানিয়েছেন গাজিপুরের এসএইচও ব্রিজেশ সিংহ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -