নয়াদিল্লি: শুক্রবার লোকসভায় পেশ হল ২০১৯-২০ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। প্রথমবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।
এক নজর দেখে নিন নতুন বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো:
- চলতি বছরের ২ অক্টোবরের মধ্যে ভারত এমন দেশ হবে যেখানে আর কেউ প্রকাশ্যে শৌচকর্ম করবে না
- আগামী চার বছরে ৪ গুণ গতি পাবে গঙ্গা সংস্কারের কাজ
- পেট্রোল-ডিজেলে লিটার প্রতি শুল্ক বাড়ল ১ টাকা
- ২০২২ সালের মধ্যে প্রতিটি গ্রামীণ পরিবারে পৌঁছে দেওয়া হবে বিদ্যুৎ ও জ্বালানি গ্যাস
- এখন থেকে প্যান-এর বদলে আধার কার্ড দিয়েও আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে (যাদের প্যান কার্ড নেই তারা এই সুবিধা উপভোগ করতে পারবেন)
- একাধিক শ্রমিক আইনের পরিবর্তে নির্দিষ্ট শ্রমনীতি তৈরি করবে সরকার
- স্বনির্ভর প্রকল্পে যুক্ত যে কোনও মহিলা মুদ্রা যোজনা অনুযায়ী ১ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে
- হাউসিং ফিনান্স সংক্রান্ত বিষয় নিয়ন্ত্রণের কর্তৃত্ব দেওয়া হবে রিজার্ভ ব্যাঙ্ককে
- বৈদ্যুতিন গাড়ির কিছু সরঞ্জামের ওপর থেকে কাস্টমস ডিউটি তুলে নেওয়া হবে
- সাশ্রয়ে বিদ্যুৎ, ‘এক দেশ, এক গ্রিড’-এর পরিকল্পনা
- ব্যাঙ্ক থেকে ১ কোটির ওপরে টাকা তুললে দিতে হবে ২ শতাংশ টিডিএস
- রেল স্টেশনগুলোকে আরও আধুনিক করা হবে
- ২০২৪ সালের মধ্যে জল জীবন মিশনের আওতায় গ্রামীণ ভারতের প্রতিটি ঘরে জল সরবরাহের অঙ্গীকার
- এক্সক্লুসিভ কিছু স্টার্টআপ টেলিভিশন চ্যানেলের কথা ভাবা হচ্ছে
- গাড়ির সরঞ্জাম, অপটিক্যাল ফাইবার, ডিজিটাল ক্যামেরা, সিন্থেটিক রবার ইত্যাদি পণ্যের দাম বাড়ল
- ১৮০ দিন অপেক্ষা করতে হবে না, ভারতে আসার সঙ্গে সঙ্গেই প্রবাসী ভারতীয়দের (যাদের পাসপোর্ট আছে) আধার কার্ড দেওয়া হবে
- এক, দুই, পাঁচ, দশ ও কুড়ি টাকার নতুন কয়েন আসছে
- ন্যাশনাল গ্যাস গ্রিড, ওয়াটার গ্রিড, আই-ওয়েস এবং এয়ারপোর্টের ব্লুপ্রিন্ট জনসমক্ষে নিয়ে আসা হবে
- সরকার গোটা দেশে ১৭টি আইকনিক সাইট তৈরি করবে যা ভ্রমণ পিপাসুদের উৎসাহ দেবে
- প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় আগামী ৫ বছরে ১ লাখ ২৫ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হবে
- পাওয়ার সেক্টরে ট্যারিফ এবং সংস্কারের বিষয়গুলো প্রকাশ্যে নিয়ে আসা হবে
- ২০২০-২২ সালের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ১ কোটি ৮৫ লাখ বাড়ি তৈরি করা হবে
- বিমান পরিষেবা, গণমাধ্যম এবং বিমা পরিষেবায় বিদেশি বিনোয়গকে (এফডিআই) আরও উন্মুক্ত করে দেওয়া হবে
- ১০ হাজার নতুন কৃষকদের নিয়ে উৎপাদনকারী সংস্থা গঠন করা হবে
- আমদানিকৃত বইয়ের ওপর ৫ শতাংশ কাস্টমস ডিউটি দিতে হবে