নয়াদিল্লি: শুক্রবার লোকসভায় পেশ হল ২০১৯-২০ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। প্রথমবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।


এক নজর দেখে নিন নতুন বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো: 




  1. চলতি বছরের ২ অক্টোবরের মধ্যে ভারত এমন দেশ হবে যেখানে আর কেউ প্রকাশ্যে শৌচকর্ম করবে না

  2. আগামী চার বছরে ৪ গুণ গতি পাবে গঙ্গা সংস্কারের কাজ

  3. পেট্রোল-ডিজেলে লিটার প্রতি শুল্ক বাড়ল ১ টাকা

  4. ২০২২ সালের মধ্যে প্রতিটি গ্রামীণ পরিবারে পৌঁছে দেওয়া হবে বিদ্যুৎ ও জ্বালানি গ্যাস

  5. এখন থেকে প্যান-এর বদলে আধার কার্ড দিয়েও আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে (যাদের প্যান কার্ড নেই তারা এই সুবিধা উপভোগ করতে পারবেন)

  6. একাধিক শ্রমিক আইনের পরিবর্তে নির্দিষ্ট শ্রমনীতি তৈরি করবে সরকার

  7. স্বনির্ভর প্রকল্পে যুক্ত যে কোনও মহিলা মুদ্রা যোজনা অনুযায়ী ১ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে

  8. হাউসিং ফিনান্স সংক্রান্ত বিষয় নিয়ন্ত্রণের কর্তৃত্ব দেওয়া হবে রিজার্ভ ব্যাঙ্ককে

  9. বৈদ্যুতিন গাড়ির কিছু সরঞ্জামের ওপর থেকে কাস্টমস ডিউটি তুলে নেওয়া হবে

  10. সাশ্রয়ে বিদ্যুৎ, ‘এক দেশ, এক গ্রিড’-এর পরিকল্পনা

  11. ব্যাঙ্ক থেকে ১ কোটির ওপরে টাকা তুললে দিতে হবে ২ শতাংশ টিডিএস

  12. রেল স্টেশনগুলোকে আরও আধুনিক করা হবে

  13. ২০২৪ সালের মধ্যে জল জীবন মিশনের আওতায় গ্রামীণ ভারতের প্রতিটি ঘরে জল সরবরাহের অঙ্গীকার

  14. এক্সক্লুসিভ কিছু স্টার্টআপ টেলিভিশন চ্যানেলের কথা ভাবা হচ্ছে

  15. গাড়ির সরঞ্জাম, অপটিক্যাল ফাইবার, ডিজিটাল ক্যামেরা, সিন্থেটিক রবার ইত্যাদি পণ্যের দাম বাড়ল

  16. ১৮০ দিন অপেক্ষা করতে হবে না, ভারতে আসার সঙ্গে সঙ্গেই প্রবাসী ভারতীয়দের (যাদের পাসপোর্ট আছে) আধার কার্ড দেওয়া হবে

  17. এক, দুই, পাঁচ, দশ ও কুড়ি টাকার নতুন কয়েন আসছে

  18. ন্যাশনাল গ্যাস গ্রিড, ওয়াটার গ্রিড, আই-ওয়েস এবং এয়ারপোর্টের ব্লুপ্রিন্ট জনসমক্ষে নিয়ে আসা হবে

  19. সরকার গোটা দেশে ১৭টি আইকনিক সাইট তৈরি করবে যা ভ্রমণ পিপাসুদের উৎসাহ দেবে

  20. প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় আগামী ৫ বছরে ১ লাখ ২৫ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হবে

  21. পাওয়ার সেক্টরে ট্যারিফ এবং সংস্কারের বিষয়গুলো প্রকাশ্যে নিয়ে আসা হবে

  22. ২০২০-২২ সালের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ১ কোটি ৮৫ লাখ বাড়ি তৈরি করা হবে

  23. বিমান পরিষেবা, গণমাধ্যম এবং বিমা পরিষেবায় বিদেশি বিনোয়গকে (এফডিআই) আরও উন্মুক্ত করে দেওয়া হবে

  24. ১০ হাজার নতুন কৃষকদের নিয়ে উৎপাদনকারী সংস্থা গঠন করা হবে

  25. আমদানিকৃত বইয়ের ওপর ৫ শতাংশ কাস্টমস ডিউটি দিতে হবে