নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় দফায় প্রথম বাজেট ছিল শুক্রবার। দেশের প্রথম পূর্ণ সময়ের জন্য মহিলা অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করলেন সীতারামন। তিনি জানিয়েছেন, ধনীদের করের বোঝা বাড়ছে। ২ থেকে ৫ কোটি টাকা বার্ষিক আয়ে সারচার্জ বাড়ানো হল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ৩ শতাংশ থেকে বেড়ে সারচার্জ করা হল ৭ শতাংশ।
শুক্রবার বাজেট পেশ করার সময় তিনি জানিয়েছেন, প্রত্যক্ষ কর আদায় বেড়েছে। বেড়ে হয়েছে ১১.৩৭ লক্ষ কোটি টাকা। বার্ষিক ৫০ কোটি টাকার বেশি অঙ্কের লেনদেন রয়েছে, এরকম সংস্থায় ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে কোনও মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) লাগবে না। পাশাপাশি ব্যাঙ্ক থেকে বছরে ১ কোটি টাকা নগদ তুললে টিডিএস (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স) লাগবে ২ শতাংশ।