নয়াদিল্লি: অনাবাসী ভারতীয়দের (এনআরআই)জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। শুক্রবার সংসদে ২০১৯-এর সাধারণ বাজেট পেশ করে তিনি জানান, ভারতের পাসপোর্টধারী অনাবাসী ভারতীয়রা এ দেশে আসার পর দ্রুত তাঁদের আধার কার্ড দেওয়ার ব্যবস্থা হচ্ছে। নির্মলা বলেন, আমার প্রস্তাব, যে এনআরআইদের ভারতীয় পাসপোর্ট আছে, তাঁরা ভারতে আসার পর যাতে যত শীঘ্র সম্ভব, আধার কার্ড পান, তাঁদের বাধ্যতামূলক ১৮০ দিন ধরে অপেক্ষা করতে না হয়।
বর্তমান নিয়মানুসারে, আধার কার্ড পেতে হলে ভারতীয় পাসপোর্টধারী অনাবাসী ভারতীয়দের ১৮০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। ২০১৯ এর ৩১ মে পর্যন্ত আধার কর্তৃপক্ষ (ইউএডিএআই) দেশের জনগণের জন্য ১২৩.৮২ কোটি আধার তৈরি করেছে।
ভারতের পাসপোর্টধারী এনআরআইদের দেশে এলে দ্রুত আধার, প্রস্তাব নির্মলার
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jul 2019 01:44 PM (IST)
নির্মলা বলেন, আমার প্রস্তাব, যে এনআরআইদের ভারতীয় পাসপোর্ট আছে, তাঁরা ভারতে আসার পর যাতে যত শীঘ্র সম্ভব, আধার কার্ড পান, তাঁদের বাধ্যতামূলক ১৮০ দিন ধরে অপেক্ষা করতে না হয়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -