Marriage: ২২ বছরে তিন বিয়ে, ৫ সন্তান এই পাকিস্তানির, চতুর্থ পাত্রী খুঁজছেন তিন স্ত্রী মিলে! শর্ত একটাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Nov 2020 05:56 PM (IST)
বিস্ময়ের ব্য়াপার, স্বামীর বাসনা পূরণে এগিয়ে এসেছেন তিন স্ত্রী। তাঁরাই পাত্রী খুঁজতে আদনানকে সাহায্য করছেন, যাঁর নামের আদ্যাক্ষর অবশ্যই হতে হবে ‘এস’! অর্থাত্ সব মিলিয়ে সুখী সংসারের কর্তা আদনান।
নয়াদিল্লি: ভাগ্যবান স্বামীই বটে! আদনান নামে পাকিস্তানের ২২ বছরের এক যুবক তিন-তিনটে বিয়ে করে ফেলেছেন এই বয়সেই। ৫ সন্তানের বাবাও হয়েছেন। সাধ হয়েছে চতুর্থবার বিয়ে করার। বিস্ময়ের ব্য়াপার, স্বামীর বাসনা পূরণে এগিয়ে এসেছেন তিন স্ত্রী। তাঁরাই পাত্রী খুঁজতে আদনানকে সাহায্য করছেন, যাঁর নামের আদ্যাক্ষর অবশ্যই হতে হবে ‘এস’! অর্থাত্ সব মিলিয়ে সুখী সংসারের কর্তা আদনান। গালফ টুডে-তে প্রকাশিত খবর, শিয়ালকোটের বাসিন্দা আদনান প্রথম বিয়ে করেন ১৬ বছরে, ছাত্রাবস্থায়। দ্বিতীয় বিয়ে ২০ বছর বয়সে, তৃতীয় বিয়ে করেন গত বছর। তিন স্ত্রীর নাম যথাক্রমে শুম্ভল, শুভানা, শাহিদা। অর্থাত তিনজনেরই নামের প্রথম অক্ষর ‘এস’। আদনানের ৫ সন্তানের প্রথম তিনটি প্রথম স্ত্রীর, দুটির জন্মদাত্রী শুভানা। সেই দুজনের একজনকে দত্তক নিয়েছেন তিন নম্বর স্ত্রী শাহিদা। ডেইলি পাকিস্তানকে দেওয়া সাক্ষাত্কারে আদনান তিন স্ত্রীর ভরণপোষণ মেটান কী করে, জানিয়েছেন। বলেছেন, সবাই এক বাড়িতেই থাকেন। বাড়িতে ৬টি বেডরুম, একটি ড্রইংরুম, একটি স্টোররুম আছে। তিন স্ত্রীই পরস্পরের সঙ্গে দারুণ বোঝাপড়া, সদ্ভাব রেখে চলেন বলেও জানিয়েছেন আদনান। এও বলেছেন, তিনজনই তাঁকে খুব ভালবাসেন, তিনিও। একজন রান্না করেন, আরেকজন তাঁর জামাকাপড়ে কেচে দেন, আরেকজন জুতো পালিশ করে দেন। পুরো পরিবারের মাসিক সাংসারিক খরচ পাকিস্তানি মুদ্রায় ১ থেকে দেড় লক্ষ টাকার মধ্যে থাকে। কিন্তু আদনান জানিয়েছেন, সংসার চালানোর খরচ তাঁর কাছে কোনও ব্যাপার নয়। ১৬ বছর বয়সে প্রথম স্ত্রী শুম্ভলের সঙ্গে বিয়ে থেকেই তাঁর উন্নতির শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। সবাই মিলেমিশে জীবন কাটাচ্ছেন, এটাই তাঁর কাছে বড় প্রাপ্তি।