পালঘর(মহারাষ্ট্র): মুম্বই-লাগোয়া মহারাষ্ট্রের পালঘর জেলার ভিরার থেকে ২৩ জন অবৈধ বাংলাদেশী অভিবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, গ্রেফতার হওয়াদের মধ্যে ১০ মহিলা ও এক শিশুও সামিল।
সম্প্রতি, মুম্বইয়ে বসবাসকারী অবৈধ বাংলাদেশি ও পাকিস্তানি অভিবাসীদের বিতাড়নের ডাক দিয়ে একটি পদযাত্রা করেছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা(এমএনএস)। এরপরই, পুলিশ বিভিন্ন জায়গায় অবৈধ বাংলাদেশী অভিবাসীদের ধরার অভিযান চালাল।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ভুয়ো নথিকে হাতিয়ার করে এই ২৩ জন অবৈধ বাংলাদেশী অভিবাসী মুম্বইয়ে বসবাস করছিল। গোটা বিষয়টি আরও গভীরে খতিয়ে দেখছে পুলিশ।