আমেদাবাদ : জমায়েতে নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল। গুজরাটে করোনা নির্মূলের লক্ষে কলসি মাথায় মহিলাদের মিছিল বের হল রাস্তায়। খবর পেতেই গ্রাম প্রধান-সহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সম্প্রতি গুজরাটের একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা গিয়েছে, করোনা রুখতে প্রায় পাঁচশো মহিলা মন্দিরে জল নিয়ে যাচ্ছেন। পরে মহিলাদের মাথার কলসি থেকে মন্দিরের মাথায় জল ঢালতে দেখা যায় পুরুষদের। গত ৩ মে-র এই ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশ। আমেদাবাদের আধিকারিকরা জানিয়েছেন, সানন্দের নবপুরায় এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে জমায়েতকারীদের বিরুদ্ধে।
এ প্রসঙ্গে সানন্দ ডিভিশনের ডিএসপি কেটি কামারিয়া জানান, ৩ মে মাথায় কলসি করে জল নিয়ে এসেছিলেন মহিলারা। বহু মহিলা ওই মিছিলে অংশ নেন। তাঁদের বিশ্বাস, বালিয়াদেব মন্দিরের মাথায় জল ঢাললেই করোনা রোখা যাবে। সেই থেকেই এই বিশাল জমায়েত করেন তাঁরা। যদিও এই ঘটনার সময় পুলিশ গিয়ে ২৩ জনকে গ্রেফতার করে। এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন গ্রাম প্রধান গফাভাই ঠাকুর। তাঁকেও গ্রেফতার করে পুলিশ।
ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসি ১৮৮ বিপর্যয় মোকাবিলা আইনে মামলা করা হয়েছে। জমায়েতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন এমনটা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে গ্রাম প্রধানের কাছে। ধৃতদের বিরুদ্ধে মহামারী আইনেও মামলা করেছে পুলিশ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, মঙ্গলবার পর্যন্ত গুজরাটে সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৬,২০,৪৪২ জন। ইতিমধ্যেই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৭,৭৭৯ জন।
গুজরাতের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফের কথা মাথায় রেখে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। যদিও দেখা গেল, ধর্মীয় বিশ্বাসে আস্থা রেখে করোনাকালে ভিড় জমালেন বিশাল সংখ্যক মানুষ। সরকার বার বার সামাজিক দূরত্ব ও করোনা বিধি মানতে বললেও শোনানো যাচ্ছে না তাঁদের। সানন্দের মিছিলে করোনা বিধি মানা তো দূর, অধিকাংশ মহিলার মুখেই দেখা যায়নি মাস্ক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।