মুম্বই: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে উথালপাতাল ভারত। যে কারণে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ডের মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। কারণ, আইপিএল ভেস্তে যাওয়ায় বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিসিসিআই। অন্তত দু'হাজার কোটি টাকার লোকসান হয়েছে বোর্ডের।


তবে এবারের আইপিএল যে পুরোপুরি বাতিল হয়ে যায়নি, বরং টুর্নামেন্টের বাকি অংশ আয়োজিত হবে পরিস্থিতি বুঝে, সে ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল। বললেন, 'একটা কথা পরিষ্কার করে দিই। আইপিএল মোটেও বাতিল হয়ে যায়নি। স্থগিত হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে। আপাতত বন্ধ রাখা হয়েছে। এ বছরের টুর্নামন্টের বাকি অংশও হবে। তবে কোভিড পরিস্থিতির কবে একটু উন্নতি হয় সেদিকে নজর রাখছি।' তিনি যোগ করেন, 'ভারতে পরিস্থিতি উদ্বেগজনক। ক্রিকেটারেরা ভয় পেয়ে গিয়েছিল। কয়েকজন ক্রিকেটার বাড়ি ফিরে যেতে চেয়েছিল। আমাদের কাছে ক্রিকেটারদের সুরক্ষাই সব সময় প্রাধান্য পেয়েছে। তাই আপাতত টুর্নামেন্ট স্থগিত করা হল।'


মঙ্গলবার আইপিএল স্থগিত রাখার কথা ঘোষণা করেছে বোর্ড। ভারতীয় বোর্ড থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যরা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সদস্যরা জরুরিভিত্তিক বৈঠক করে। তাতেই সর্বসম্মতিক্রমে চলতি আইপিএল এখনই স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' বিবৃতিতে জানানো হয়েছে, ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, এবং আইপিএল আয়োজনের সঙ্গে যুক্ত কারওই নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। সকল অংশগ্রহণকারীদের নিরাপত্তা, স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে ভারতীয় বোর্ডের তরফে। বিবৃতিতে লেখা হয়েছে, 'খুব কঠিন সময় যাচ্ছে। বিশেষ করে ভারতে। আমরা কিছু অন্তত ইতিবাচক ও আনন্দের মুহূর্ত উপহার দিতে চেয়েছিলাম। কিন্তু বাধ্য হয়ে টুর্নামেন্ট এখনই স্থগিত করতে হচ্ছে। এই কঠিন সময়ে সকলেই তাঁদের পরিবার ও প্রিয়জনদের কাছে ফিরে যাক।'


সঙ্গে বোর্ডের বিবৃতিতে আশ্বাস, 'ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সর্বোচ্চ ক্ষমতায় গিয়ে চেষ্টা করবে সকল অংশগ্রহণকারী যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে।' সেই সঙ্গে লেখা হয়েছে, 'সমস্ত স্বাস্থ্যকর্মী, রাজ্য ক্রিকেট সংস্থা, ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ, স্পনসর, পার্টনার ও সার্ভিস প্রোভাইডার যাঁরা এই কঠিন সময়েও আইপিএল আয়োজন করেছিলেন তাঁদের সকলকে বোর্ডের তরফ থেকে ধন্যবাদ।'


জানেন আইপিএল বন্ধ হওয়ায় কত টাকা লোকসান সৌরভের বোর্ডের?