স্ত্রী গৌরীর তোলা একটি ছবি শেয়ার করেছেন শাহরুখ। লিখেছেন, জানি না, কখন আমার প্যাশন পারপাস হয়ে যায় আর শেষ পর্যন্ত পেশা হয়ে পড়ে। এত বছর ধরে আপনাদের আনন্দ দেওয়ার সুযোগ দিয়েছেন, আপনাদের ধন্যবাদ। পেশাদারিত্বের থেকে প্যাশনে বেশি বিশ্বাস করি, আশা করি, আরও বহু বছর আপনাদের সেবা করতে পারব। তারপর লিখেছেন, টুয়েন্টি এইট ইয়ার্স অ্যান্ড কাউন্টিং।