নয়াদিল্লি: জরুরিকালে কোভিড রোগীর ওপর সংযুক্ত থেরাপি হিসাবে ব্যবহার করা যাবে ডিফেন্স রিসার্চের 2-DG ওষুধ। মঙ্গলবারই কোভিড-প্রতিরোধী ওষুধের বিষয়ে এমনই জানিয়েছে 'ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। তবে ব্যবহারের অনুমতি পেলেও ওষুধ নেওয়ার ক্ষেত্রে রয়েছে কিছু বিধিনিষেধ।


DRDO-র তরফে জানানো হয়েছে, ডাক্তারের প্রেসক্রিপশন মেনেই এই ওষুধ নেওয়া যেতে পারে। জরুরিকালীন পরিষেবায় হাসপাতালের তত্ত্বাবধানেই এই ওষুধ নেওয়া উচিত। ডাক্তারদের ওষুধ প্রয়োগের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধের কথা বলেছে অর্গানাইজেশন। সেখানে বলা হয়েছে, মাঝারি বা গুরুতর কোভিড রোগীর ক্ষেত্রে সর্বোচ্চ ১০ দিন এই 2-DG ওষুধ প্রয়োগ করা যেতে পারে।


এছাড়াও অনিয়ন্ত্রিত ডায়াবিটিস, গুরুতর হৃদরোগের সমস্যা, ARDS, হেপাটিক পেশেন্ট ছাড়াও রেচন বা মূত্রাশয় সম্পর্কিত রোগীর ওপর এই ওষুধ প্রয়োগ করা হয়নি। তাই কোনও কোভিড রোগীকে 2-DG ওষুধ দেওয়ার ক্ষেত্রে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত ডাক্তারদের। সবথেকে বড় বিষয়, ডিফেন্স রিসার্সের এই ওষুধ ১৮ অনূর্ধ্ব, গর্ভবতী মহিলা বা 'ল্যাকটেটিং মাদারস'দের দেওয়া যাবে না। 


আগেই এই ওষুধে অনুমতি দিয়েছিল 'ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া'। সেই অনুযায়ী গত ১৭ মে ডিআরডিও-র 'অ্যান্টি কোভিড ড্রাগ'-এর প্রথম ব্যাচের উদ্বোধন করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। মূলত, করোনা চিকিৎসার অ্যান্টি ভাইরাল ওষুধ হিসাবে ডিফেন্স রিসার্চের এই উদ্ভাবনকে অনুমতি দেয় ড্রাগ কন্ট্রোলার কর্তৃপক্ষ।ডক্তর রেড্ডিস ল্যাবরেটরিজ-এর মাধ্যমে বাজারে পাওয়া যাবে এই ওষুধ। একটা ছোট প্যাকেটের দাম রাখা হয়েছে ৯৯০ টাকা। 


মাঝারি থেকে গুরুতর করোনা রোগীর চিকিৎসার সংযোজিত থেরাপি হিসাবে এই ওষুধকে ব্যবহার করা হবে। গত বছর করোনার প্রকোপ শুরু হতেই 'ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস'(INMAS)-এর কিছু গবেষক DRDO-র ল্যাবে একটি গবেষণা শুরু করেন। এই গবেষণায় সাহায্য করে 'সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি' (CCMB) হায়দরাবাদ। ডিআরএল-এর সঙ্গে জোট বেঁধে এই গবেষণা চলে। যেখানে দেখা যায়, 2-dexoy-D-glocose (2-DG) মলিকিউল SARS-CoV-2 ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী। এছাড়াও কোভিড ভাইরাস প্রতিরোধে সাহায্য করে এই ওষুধ।


সম্প্রতি 'ডক্তর রেড্ডিস ল্যাবরেটরিজ়'-এর তরফে জানানো হয়েছে, ৯৯০টাকায় পাওয়া যাবে এই ওষুধের স্যাসে। তবে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে ওষুধ কেনার ক্ষেত্রে ছাড় দেবে কোম্পানি। বর্তমানে পাউডার ফর্মে পাওয়া যাবে এই (2-DG)ওষুধ।জলে গুলেই খেতে হবে কোভিড-প্রতিরোধী ওষুধ।